#কলকাতা: একদিনে আবারও রেকর্ড সংক্রমণ রাজ্যে৷ গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ৫৪২ জন৷ মৃত্যু হয়েছে ১০ জন করোনা আক্রান্তের৷ রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১৬৷
এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬,১৯০৷ তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০,৫৩৫ জন৷ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫০৩৯৷ সুস্থতার হার ৬৫.০৭ শতাংশ৷ যা জাতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি৷
এখনও কলকাতা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণা৷ এই তিন জেলার পরিসংখ্যানই বেশি উদ্বেগে রেখেছে রাজ্য সরকারকে৷ কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২৬১৷ এই তিন জেলা মিলিয়েই আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় এবং হাওড়ায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১২৮ এবং ১১০৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Covid ১৯, West bengal