#পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৬৬ জনের করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট মিলেছে। এরমধ্যে শুধু মহিষাদলেই আক্রান্তের সংখ্যা জেলার মোট সংখ্যার তিরিশ শতাংশেরও বেশি বলে জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট।
তমলুক, হলদিয়া, কাঁথি থেকে শহিদ মাতঙ্গিনী ব্লক কিংবা মহিষাদল এলাকা। সর্বত্রই নিয়ম করেই যেন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এরমধ্যে মহিষাদলের ২০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে শেষ ২৪ ঘণ্টায়। দুদিন আগেই মহিষাদলের বিভিন্ন এলাকা থেকে ১০ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছিলো। সেই রিপোর্টের ৭২ ঘন্টার মধ্যেই আবারও নতুন করে মহিষাদলে ২০ জন আক্রান্তের খোঁজ মিলল। যা নিয়ে পুলিশের তরফে বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে গোটা মহিষাদল বাজার জুড়ে মাইকিং আর মাস্কহীনদের ধড়-পাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মহিষাদলে একবেলা বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত বাজার হাট খোলা রেখে বিকেল থেকে পরদিন ভোর পর্যন্ত সবকিছু বন্ধ রাখা হয়েছে। কিন্তু একসঙ্গে ২০ জনের করোনা আক্রান্ত হওয়ার ঘটনার পর পরই পুরো লকডাউন চালু করার কথা ভাবছে প্রশাসন। যা চাইছেন মহিষাদলের সাধারণ মানুষজনও। তবে করোনা নিয়ে অনেক চিন্তার মাঝেও ভালো খবর এটাই যে, আক্রান্তরা পাঁশকুড়ার বড়মা এবং চন্ডীপুরের কোভিড হাসপাতালে যেমন ভর্তি হচ্ছেন, তেমনি সুস্থ হয়ে দলে দলে বাড়িও ফিরছেন সকলেই। যা সাহস যোগাচ্ছে সাধারণ মানুষদের।
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus