corona virus btn
corona virus btn
Loading

মালদহে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪, হু হু করে বাড়ছে সংক্রমণ! আক্রান্ত পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, শিশুও

মালদহে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪, হু হু করে বাড়ছে সংক্রমণ! আক্রান্ত পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী, শিশুও

হু হু করে বাড়ছে সংক্রমণ ৷ মালদহে নতুন আক্রান্তদের মধ্যে পুলিশ, স্বাস্থ্যকর্মী এমনকি শিশুও রয়েছে।

  • Share this:

Sebak DebSarma

#মালদহ: ফের একসঙ্গে বিপুল সংক্রমণ মালদহে। সোমবার শেষ ২৪ ঘন্টায় মালদহে নতুন করে করানো সংক্রমিত হয়েছেন ৪৪ জন। একইসঙ্গে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০। মালদহে নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে  বেশি ১৮ জন কালিয়াচক-১ ব্লকের। এছাড়া ইংরেজবাজার ব্লকে ১৭ জন নতুন আক্রান্তের হদিশ মিলেছে। যার মধ্যে পাঁচজন মালদা শহরের বাসিন্দা। এছাড়া কালিয়াচক-২ ব্লকের চারজন, কালিয়াচক -৩ এবং ওল্ড মালদা ব্লকের দুইজন করে করোনা আক্রান্ত হয়েছেন। বামনগোলা ব্লকে আক্রান্ত হয়েছেন একজন।

মালদহে নতুন আক্রান্তদের মধ্যে পুলিশ, স্বাস্থ্যকর্মী এমনকি শিশুও রয়েছে। মালদহে নতুন আক্রান্তদের মধ্যে এক পুলিশ কর্মী ও পাঁচজন সিভিক ভলান্টিয়ার । এ ছাড়া মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন মহিলা সহ তিন কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। এ দিন নতুন আক্রান্তদের মধ্যে চার বছর এবং নয় মাসের দুই শিশুও রয়েছে। নমুনা পরীক্ষা পজেটিভ হওয়ার পর অধিকাংশকে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

এ দিকে মালদহে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। সক্রিয় পুলিশ এবং পুরসভা। ইতিমধ্যে মালদাহ শহরের বাড়ি বাড়ি ঘুরে পুরসভার স্বাস্থ্যকর্মীরা থার্মাল স্ক্রিনিংয়ের কাজ শুরু করেছেন। পুরসভা বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।

Published by: Simli Raha
First published: June 22, 2020, 8:58 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर