#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ ফের একবার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে. আর এই পরিস্থিতিতে ফের নানা জায়গায় নতুন করে সব গাইডলাইন লাগু হচ্ছে৷ দিল্লি সরকারও (Delhi Government) এই পরিবর্ত পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিয়েছে৷ ফের একবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যাও বড় রদবদল হতে চলেছে৷ যে কোনও অনুষ্ঠান বাড়িতে যত মানুষ ধরেন তার ৫০ শতংশ নিমন্ত্রণ করা যাবে৷ আর সেই সংখ্যাও এখন ১০০-র বেশি করা যাবে না৷ তবে খোলা এলাকায় যদি অনুষ্ঠান হয় তাহলে ২০০-র মধ্যে নিমন্ত্রিত হবে৷ দিল্লি সরকারের নির্দেশ অনুযায়ি শেষকৃত্য অনুষ্ঠানে ৫০ জনের বেশি কোনওভাবেই মানুষকে আমন্ত্রণ করা যাবে না৷ পাশাপাশি সমস্ত অনুষ্ঠানে করোনার বাকি সব গাইডলাইন্স মেনে চলতে হবে৷
কেজরিওয়াল সরকারের আদেশ অনুযায়ি এই পরিস্থিতিতে যিনি অনুষ্ঠান আয়োজন করেছেন আর যারা আসছেন সকলকেই করোনা সংক্রান্ত সমস্ত নিয়ম মানতে হবে৷ থার্মাল স্ক্যানিংয়ের সঙ্গে সঙ্গে মাস্ক পরাটাও খুবই জরুরি৷ পাশাপাশি সামাজিক দূরত্ববিধি ও স্যানেটাইজেশনের নিয়মাবলীও মানতে হবে৷
এই মুহূর্তে লকডাউনের রাস্তায় হাঁটতে চাইছে না দিল্লি সরকার৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন লকডাউন না করার সঙ্কেত দিয়েছিলেন৷ তাঁর মতে করোনা আটকাতে লকডাউন কোনও অপশন নয়৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘‘লকডাউনের কোনও সম্ভবনা নেই৷ লকডাউন করে দেখা হয়েছিল, ওটার পিছনে একটা যুক্তি ছিল৷ তখন ধারণা ছিল না এই ভাইরাস কী করে ছড়িয়ে পড়ে৷ তখন বলা হয়েছিল সংক্রমিত হওয়া থেকে সেরে ওঠার মধ্যে ভাইরাসের ১৪ দিনের সাইকেল থাকে৷ এক্সপার্ট জানিয়েছিলেন যদি ২১ দিন লকডাউন করা যায় তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়া আটকানো যাবে৷ তারপর ধীরে ধীরে লকডাউন বাড়ানো হতে থাকে৷ তবুও করোনা শেষ হয়নি৷ তাই আমার মনে হয় লকডাউন এর সমাধান নয়৷ ’’
দিল্লিতে লাগাতার করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে৷ ২৭ মার্চ দিল্লি সরকারের প্রদত্ত রিপোর্ট অনুযায়ি দিল্লিতে লাগাতার তৃতীয় দিন ১৫০০ বেশি করোনা ভাইরাসের মামলা সামনে এল৷ পাশাপাশি মৃতের সংখ্যাতেও বৃদ্ধি হচ্ছে৷ একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Delhi