হোম /খবর /দেশ /
হাতের বাইরে চলে যাচ্ছে Coronavirus সংক্রমণ, বিয়েও শ্রাদ্ধবাড়ি নিয়ে নির্দেশিকা

হাতের বাইরে চলে যাচ্ছে Coronavirus -র সংক্রমণ, বিয়েবাড়ি ও শ্রাদ্ধবাড়ি নিয়ে নয়া নির্দেশিকা

১৪ এপ্রিল থেকেই কি মহারাষ্ট্রে সম্পূর্ণ লকডাউন

১৪ এপ্রিল থেকেই কি মহারাষ্ট্রে সম্পূর্ণ লকডাউন

লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণষ সেকেন্ড ওয়েভ আটকাতে বিভিন্ন রাজ্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ ফের একবার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে. আর এই পরিস্থিতিতে ফের নানা জায়গায় নতুন করে সব গাইডলাইন লাগু হচ্ছে৷ দিল্লি সরকারও (Delhi Government) এই পরিবর্ত পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিয়েছে৷ ফের একবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যাও বড় রদবদল হতে চলেছে৷ যে কোনও অনুষ্ঠান বাড়িতে যত মানুষ ধরেন তার ৫০ শতংশ নিমন্ত্রণ করা যাবে৷ আর সেই সংখ্যাও এখন ১০০-র বেশি করা যাবে না৷ তবে খোলা এলাকায় যদি অনুষ্ঠান হয় তাহলে ২০০-র মধ্যে নিমন্ত্রিত হবে৷ দিল্লি সরকারের নির্দেশ অনুযায়ি শেষকৃত্য অনুষ্ঠানে ৫০ জনের বেশি কোনওভাবেই মানুষকে আমন্ত্রণ করা যাবে না৷ পাশাপাশি সমস্ত অনুষ্ঠানে করোনার বাকি সব গাইডলাইন্স মেনে চলতে হবে৷

কেজরিওয়াল সরকারের আদেশ অনুযায়ি এই পরিস্থিতিতে যিনি অনুষ্ঠান আয়োজন করেছেন আর যারা আসছেন সকলকেই করোনা সংক্রান্ত সমস্ত নিয়ম মানতে হবে৷ থার্মাল স্ক্যানিংয়ের সঙ্গে সঙ্গে মাস্ক পরাটাও খুবই জরুরি৷ পাশাপাশি সামাজিক দূরত্ববিধি ও স্যানেটাইজেশনের নিয়মাবলীও মানতে হবে৷

এই মুহূর্তে লকডাউনের রাস্তায় হাঁটতে চাইছে না দিল্লি সরকার৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন লকডাউন না করার সঙ্কেত দিয়েছিলেন৷ তাঁর মতে করোনা আটকাতে লকডাউন কোনও অপশন নয়৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘‘লকডাউনের কোনও সম্ভবনা নেই৷ লকডাউন করে দেখা হয়েছিল, ওটার পিছনে একটা যুক্তি ছিল৷ তখন ধারণা ছিল না এই ভাইরাস কী করে ছড়িয়ে পড়ে৷ তখন বলা হয়েছিল সংক্রমিত হওয়া থেকে সেরে ওঠার মধ্যে ভাইরাসের ১৪ দিনের সাইকেল থাকে৷  এক্সপার্ট জানিয়েছিলেন যদি ২১ দিন লকডাউন করা যায় তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়া আটকানো যাবে৷ তারপর ধীরে ধীরে লকডাউন বাড়ানো হতে থাকে৷ তবুও করোনা শেষ হয়নি৷ তাই আমার মনে হয় লকডাউন এর সমাধান নয়৷ ’’

দিল্লিতে লাগাতার করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে৷ ২৭ মার্চ দিল্লি সরকারের প্রদত্ত রিপোর্ট অনুযায়ি দিল্লিতে লাগাতার তৃতীয় দিন ১৫০০ বেশি করোনা ভাইরাসের মামলা সামনে এল৷ পাশাপাশি মৃতের সংখ্যাতেও বৃদ্ধি হচ্ছে৷ একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ হয়েছে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus, Delhi