করোনার হদিশ পেতে এবার নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার। নতুন এই অ্যাপের নাম সন্ধানে। আজ অর্থাত্ বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বণিক সভার প্রতিনিধি ও শিল্পদ্যোগীদের সঙ্গে আলোচনায় এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
করোনা তথ্য বিশ্লেষণে বিশেষ সেল তৈরি করল রাজ্য স্বাস্থ্য দফতর। এই মুহুর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক না হলেও, গোটা দেশে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় চিন্তিত সরকার। রাজ্যে করোনা সংক্রমন যাতে কোনও ভাবেই কমিউনিটিতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সতর্ক রাজ্য।
রাজ্যের করোনা প্রভাবিত সাতটি হটস্পট এলাকা সহ রাজ্যের আনাচে কানাচে নজর রাখতে বিশেষ অ্যাপ চালুর সিদ্ধান্ত নিল সরকার। কোনও এলাকায় করোনা উপসর্গ দেখা মিললেই যাতে তা দ্রুত সরকারের নজরে আসে, তা কার্যকর করতেই এই বিশেষ এপের সাহায্য নেবে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আশা কর্মীরা এলাকায় এলাকায় ঘুরবে। কোথাও কোনও করোনা উপসর্গের হদিশ মিললেই এই অ্যাপের মাধ্যমে সেই তথ্য তারা সরকারকে জানাবেন।
নবান্নে বসেই সেই তথ্য মিলবে সরকারের কাছে। এর পাশাপাশি, করোনা তথ্য বিশ্লেষণ করে রোগ মোকাবিলায় দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নিতে নয় সদস্যের বিশেষ সেল গড়ল রাজ্য স্বাস্থ্য দফতর।
ওয়াকিবহাল মহলের দাবি, করোনাকে তার উৎস মুখে আটকে দিতে পারলে, রোগের বিস্তার ও তার মোকাবিলা করা অনেকটাই সহজ হবে৷ সেই কারনেই এই দ্বিমুখী কৌশল রাজ্যের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।