Uttam Paul
#রায়গঞ্জ: রায়গঞ্জে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর মনোবল বাড়াতে এলাকার মানুষ শাঁখ, উলুধ্বনি দিলেন। এমনই ঘটনার সাক্ষী হলেন রায়গঞ্জ বীরনগরের ২৫ ওয়ার্ডের মানুষরা । এলাকার মানুষের এধরনের ভূমিকায় অভিভূত পৌরসভা কাউন্সিলর অসীম অধিকারি। রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীর দেহে করোনা সংক্রামনের জীবাণু পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী।পরিষেবা দিতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন । তাঁর মনোবল যাতে ভেঙে না পড়ে সে জন্য এলাকার মানুষ তাঁর পাশে দাঁড়ান। তাঁকে রায়গঞ্জ করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা বাড়িতে বাড়িতে শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে তাঁকে উৎসাহিত করেন।
কাউন্সিলর অসীম অধিকারি জানিয়েছেন, ওই স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে এলাকার মানুষ দৃষ্টান্ত স্থাপন করলেন।কোভিড পজিটিভ ওই স্বাস্থ্যকর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার যাতে মানুষের পরিষেবা দিতে পারেন, তার জন্য এলাকার মানুষ শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে তাঁকে উৎসাহিত করলেন। অসীমবাবুর অনুমান, তাঁর এলাকার মানুষ আক্রান্ত ব্যাক্তির পাশে দাঁড়িয়ে এক নজির সৃষ্টি করেছেন।