#মুম্বই: করোনার ছোবল কাপুর পরিবারেও। আজ বৃহস্পতিবার সকালে নীতু কাপুর ইনস্টাগ্রামে জানিয়েছেন তিনি কোভিড পসিটিভ।
ইনস্টাগ্রামে নীতু লিখেছেন, ‘’ চলতি সপ্তাহের শুরুর দিকে আমি করোনা পরীক্ষা করেছিলাম। এখন আমি নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রেখেছি। সব রকম সুরক্ষার কথা মাথায় রেখে আমি নিজের যত্ন নিচ্ছি। ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি , তাঁরা যথেষ্ট আমাকে সাহায্য করছেন। তাঁদের পরিষেবার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই সাবধানে থাকুন। করোনা মোকাবিলার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখুন, মুখে মাস্ক পরবেন এবং দয়া করে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখুন’’।
View this post on Instagram
কয়েক সপ্তাহ ধরে চন্ডিগড়ে রাজ মেহতা পরিচালিত 'যুগ যুগ জিও'র শ্যুটিং চলছিল। দিওয়ালির পর থেকেই এই ছবির জন্য শ্যুটিং শুরু হয়। নীতু কপূরের জন্য এটি দারুণ কামব্যাক। সাত বছর পরে আবার তিনি বড় পর্দায় ফিরলেন। তাঁর অভিনীত শেষ ছবি ছিল ‘বেশরাম’। নীতু কাপুরের সঙ্গে এই ছবির শ্যুটিং-এ অনিল কপূর, বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবাণী যোগ দিয়েছিলেন। কিছু দিন আগেই খবরে আসে বরুণ ধাওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। এবং প্রোডাকশন হাউসের আরও কয়েকজন ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার দরুণ এই ছবির শ্যুটিং আপাতত বন্ধ হয়ে যায়।
বরুণ ধাওয়ান মিডিয়ার কাছে বলেছিলেন, তাঁর আরও সতর্ক হয়ে কাজ করা উচিৎ ছিল। যদিও প্রোডাকশন হাউস থেকে সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এই সময় সবই অনিশ্চিত। তাই সকলকে সাবধানে থাকার অনুরোধ করেছিলেন। এর পরে অনিল কাপুর এবং কিয়ারা আডবানীও করোনা পরীক্ষা করান। কিন্তু তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
Somosree Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Neetu kapoor