#নয়াদিল্লি: দেশকে লকডাউনের (Lockdown) হাত থেকে বাঁচাতে হবে৷ জাতির উদ্দেশে ভাষণে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ রাজ্যগুলির কাছে তাঁর আবেদন, একান্ত উপায় না থাকলে কোনও রাজ্যই যেন লকডাউনের পথে না হাঁটে৷ তার থেকে মাইক্রো কন্টেইমেন্ট জোনের উপরে জোর দিতে রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷
পাশাপাশি রাজ্যগুলির কাছে তাঁর আরও আবেদন, তাঁরা যেন পরিযায়ী শ্রমিকদের ভরসা দিয়ে শহর না ছেড়ে যেতে বলে৷ কারণ কিছুদিনের মধ্যেই প্রত্যেকেই ভ্যাকসিন পেয়ে যাবে৷ প্রধানমন্ত্রী এ দিন বার বারই বোঝাতে চেয়েছেন, করোনা সংক্রমণের হাত থেকে দেশকে বাঁচানো যেমন সরকারের লক্ষ্য৷ সেরকমই অর্থনৈতিক ব্যবস্থা যাতে গত বছরের মতো ভেঙে না পড়ে, সেটাও নিশ্চিত করতে হবে সবাইকে৷
প্রধানমন্ত্রী এ দিন বলেন, 'করোনার দ্বিতীয় ঢেউ ঝড়ের মতো দ্বিতীয় ধাক্কা আছড়ে পড়েছে৷ আপনারা যে যন্ত্রণা সহ্য করেছেন, তা আমি খুব ভাল ভাবে অনুভব করতে পারছি৷ যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই৷ পরীক্ষা অনেক বড়ো, কিন্তু সংকল্প, প্রস্তুতি দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাদের সবাইকে৷' দেশের সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, অ্যাম্বুল্যান্স চালকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, করোনার প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ধাক্কার ক্ষেত্রেও এই করোনা যোদ্ধারা নিজেদের পরিবার, সুখের কথা না ভেবে অন্যকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন৷
নরেন্দ্র মোদি বলেন, 'কঠিন সময়েও ধৈর্য হারানো উচিত নয়৷ বরং সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোলে সাফল্য আসবেই৷ দেশ এখন এই মন্ত্রেই এগোচ্ছে৷ গত কয়েকদিনে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, তাতে কয়েকদিনের মধ্যেই সুফল পাওয়া যাবে৷'অক্সিজেন সংকট মেটাতেও কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি সংস্থাগুলিও একযোগে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী৷ তাঁর দাবি, রাজ্যগুলিতে নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা, রেল পথে অক্সিজেন পাঠানোর মতো পদক্ষেপ করা হচ্ছে৷ ওষুধ নির্মাণকারী সংস্থাগুলি ওষুধের উৎপাদন কয়েকগুণ বাড়িয়েছে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী৷ গতকাল তিনি এ বিষয়ে দেশের ওষুধ নির্মাতা সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধির কাজও দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ যে শহরগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে বড় কোভিড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন মোদি৷
তবে ভাষণের শেষ দিকে লকডাউন এড়ানোর উপরই সবথেকে বেশি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী৷ রাজ্য সরকারগুলির উদ্দেশে তিনি বলেন, 'এই পরিস্থিতিতে দেশকে লকডাউনের থেকে বাঁচাতে হবে৷ রাজ্যগুলিকে বলব,তারা যেন লকডাউনের চূড়ান্ত পদক্ষেপ হিসেবেই ব্যবহার করে৷ তার থেকে মাইক্রো কন্টেইমেন্ট জোনের উপরে জোর দেওয়া হোক৷ আমাদের যেমন দেশের মানুষের স্বাস্থ্য রক্ষা করতে হবে, সেরকমই অর্থনীতিকেও বাঁচাতে হবে৷' প্রধানমন্ত্রী অবশ্য দাবি করেছেন, গত বছর করোনার প্রথম ঢেউয়ের তুলনায় বর্তমানে পরিস্থিতি অবনেক ভাল৷ কারণ সেই সময় করোনা চিকিৎসার কোনও পরিকাঠামোই দেশে ছিল না৷ যেমন ছিল না ল্যাব, পিপিই উৎপাদনের ব্যবস্থা৷ যদিও ভারত খুব অল্প সময়ে এই সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Narendra Modi