হোম /খবর /দেশ /
‘আমাকে ৭ দিন ২৪ ঘণ্টা ফোনে পাবেন’সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানালেন প্রধানমন্ত্রী

‘আমাকে ৭ দিন ২৪ ঘণ্টা ফোনে পাবেন’- সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানালেন প্রধানমন্ত্রী

কোনও রাজনৈতিক বৈষম্য নয়, একসঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিলেন নরেন্দ্র মোদি

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: রাজনৈতিক রঙ বিভেদ ভুলে এটা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময় ৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই কথাতেই বারবার জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিনি এদিন মুখ্যমন্ত্রীদের জানিয়েছেন তিনি সাতদিন, চব্বিশ ঘণ্টা সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন ধরবেন ৷

করোনা অতিমারি রুখতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী , এদিন নিয়ে গত তিন সপ্তাহে তিনবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি ৷ দশটি রাজ্য প্রধানমন্ত্রীকে লকডাউন ৩০ এপ্রিল অবধি বাড়ানোর আবেদন করেছেন ৷ অনেক রাজ্যে ইতিমধ্যেই সেই লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে ৷

এই মুহূ্র্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫৬৫৷ সুস্থ হয়েছেন ৬৪২ ৷ মৃত ২৩৯৷  সবচেয়ে উদ্বেগজনক দুটি রাজ্য মহারাষ্ট্র ও নয়াদিল্লি ৷ সূত্রের মাধ্যমে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে৷ আপানাদের প্রত্যেকের কথা মাথায় রাখব ৷ কাঁধে কাঁধ মিলিয়ে Covid-19 র বিরুদ্ধে যুদ্ধ করব ৷

প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলে তাদের প্রত্যেকের তুলে ধরা পয়েন্ট শুনছেন ৷ প্রায় চার ঘণ্টা লম্বা চলবে এই বৈঠক ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus, Lockdown, Narendra Modi