#নয়াদিল্লি: করোনা সংক্রমণ রোধে ভারতে লকডাউন বাড়ছে। কেন্দ্র ও রাজ্য সহমতে আসতেই বিষয়টা অনেকটাই পরিষ্কার হল কেন্দ্র-রাজ্য ভিডিও কনফারেন্সেই। এ দিন বৈঠকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান বাদে বেশির ভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীই লকডাইন বাড়ানোর পক্ষে সওয়াল করেন। কিছু দাবিদাওয়া পেশ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পরিস্থিতিতে লকডাউন বজায় রাখতেই সম্মত হন।
এ দিন বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, "আমি বলেছিলাম জনতা বাঁচলেই দেশ বাঁচবে। আমি প্রতিরোধের শুরুতেই দেশকে বলেছিলাম প্রত্যেক নাগরিকের দজীবন বাঁচাতে হবে। তাই সামাজিক দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বেশির ভাগ মানুষই আমার কথা শুনে ঘরে ছিলেন। তারা নিজেদের কর্তব্য পালন করেছেন। এই মন্ত্রেই সবাই অন্যের জীবন বাঁচাতে কর্তব্যপালনে ব্রতী হয়েছেন।"
'Jaan bhi and Jahan bhi' - a future where people care about both the aspects, follow their duties and abide by the directions of the government - this will be important for India's prosperous and healthy future: PM Modi https://t.co/jw4pOi2DLG
— ANI (@ANI) April 11, 2020
তিনি আরও বলেন, "আমাদের ভবিষ্যতের জন্যে এবং আমাদের স্বাস্থ্যের জন্যে দেশবাসীকে প্রশাসনিক সিদ্ধান্তকে মেনে নিতেই হবে।" পর্যবেক্ষকদের মত, এই পরবর্তী সিদ্ধান্ত বলতে মোদি লকডাউনের বিষয়টি আরও দু' সপ্তাহ এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলছেন।
ইতিমধ্যেই লক়ডাউন ঘোষণার জন্যে প্ৰধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন অরবিন্দ কেজরীওয়াল। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত আগেভাগে নেওয়ার ফলেই ভারত অন্য দেশের তুলনায় করোনা যুদ্ধে অনেক এগিয়ে রয়েছে। কেন্দ্র সূত্রে খবর, দু'সপ্তাহ লকডাউন বাড়ানোর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।