হোম /খবর /দেশ /
অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ডাকছে সেনা, সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠকে মোদি

Coronavirus in India: অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ডেকে পাঠাচ্ছে সেনা, সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক মোদির

বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন, যেখানে সম্ভব হচ্ছে সেনার পক্ষ থেকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল তৈরি করা হচ্ছে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশের করোনা পরিস্থিতির মোকাবিলায় সশস্ত্র বাহিনী কী পরিকল্পনা করছে, বা কী ধরনের প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, সেনার যেসব চিকিৎসকরা গত দু' বছরের মধ্যে অবসর বা স্বেচ্ছাবসর নিয়েছেন, তাঁদের প্রত্যেককেই করোনা পরিস্থিতিতে কাজ করার জন্য ফের ডেকে পাঠানো হচ্ছে৷ তাঁরা বর্তমানে যেখানে থাকেন, তার কাছাকাছি অবস্থিত কোনও করোনা হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে তাঁদের পরিষেবা দিতে বলা হচ্ছে৷ দু' বছরের আগে যাঁরা অবসর গ্রহণ করেছেন, তাঁরাও যাতে হেল্পলাইন নম্বরের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন, সেই অনুরোধ করা হচ্ছে৷

এর পাশাপাশি তিন বাহিনীতেই কম্যান্ড হেড কোয়ার্টার, কর্পস হেড কোয়ার্টারে নিযুক্ত সেনার স্থায়ী মেডিক্যাল অফিসারদের করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালে কাজ করার জন্য নিযুক্ত করা হচ্ছে৷ এ ছাড়াও চিকিৎসকদের সঙ্গে কাজ করার জন্য পর্যাপ্ত সংখ্যক নার্সও নিযুক্ত করা হচ্ছে৷ সশস্ত্র বাহিনীর কাছে যত অক্সিজেন সিলিন্ডার আছে, তা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে৷

বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন, যেখানে সম্ভব হচ্ছে সেনার পক্ষ থেকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল তৈরি করা হচ্ছে৷ এর পাশাপাশি, সেনা হাসপাতালগুলিতেও প্রয়োজনে সাধারণ নাগরিকদের চিকিৎসার ব্যবস্থা করা হবে৷

দেশের মধ্যে এবং বাইরে থেকে অক্সিজেন নিয়ে আসার বিষয়ে বায়ুসেনা কী ভাবে কাজ করছে, সে বিষয়েও খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী৷ বায়ুসেনার বিমানে পশ্চিমবঙ্গের পানাগড়, ওড়িশার ভুবনেশ্বর এবং গুজরাতের জামনগরে খালি কন্টেইনারগুলিকে পৌঁছে দেওয়া হচ্ছে৷ নিকটবর্তী ফিলিং স্টেশন থেকে অক্সিজেন ভরে কন্টেইনারগুলি সড়কপথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে৷ এ দিনই বায়ুসেনার এ সি ১৯ হেলিকপ্টারে দুবাই থেকে ১৭টি অক্সিজেন কন্টেইনার দুবাই থেকে উড়িয়ে আনা হয়েছে৷ সিঙ্গাপুর থেকে চারটি কন্টেইনার পানাগড়ে পৌঁছে গিয়েছে৷ বায়ুসেনার সি ১৭ বিমানে দুবাই থেকে আরও ছ'টি সাইরোজেনিক কন্টেইনার এ দিন রাতের মধ্যেই পানাগড়ে নিয়ে আসা হচ্ছে৷ মঙ্গলবার দুবাই থেকে আরও ছ'টি কন্টেইনার নিয়ে আসার কথা৷

Published by:Debamoy Ghosh
First published: