#নয়াদিল্লি: প্রায় প্রতিদিনই করোনা অতিমারি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করছেন রাহুল গান্ধি৷ আবার সুযোগ পেলেই নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধি সহ কংগ্রেস নেতৃত্বকে পাল্টা জবাব দেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ৷ কিন্তু রাহুল গান্ধির করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই তাঁর আরোগ্য কামনায় দেরি করলেন না কেউই৷ রাজনৈতিক বিরোধিতাকে দূরে সরিয়ে সামনে এল পারস্পরিক সৌজন্যবোধ৷
তবে মোদি-শাহের আরোগ্য় কামনার পরও অবশ্য রাহুলের ট্যুইট বান কমেনি৷ এ দিন রাতে দেশে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের অভাব নিয়ে ফের একবার মোদি সরকারকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ৷
এ দিন দুপুরে রাহুল নিজেই ট্যুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত৷ মৃদু উপসর্গও রয়েছে তাঁর৷ করোনা পরীক্ষা করার পর এ দিনই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে৷ ঘটনাচক্রে এ দিন সকালেও কেন্দ্রীয় সরকারের নতুন ভ্যাকসিন নীতি নিয়েও মোদি সরকারকে আক্রমণ করেন রাহুল৷
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe. — Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
তবে রাহুল গান্ধি করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর কিছুক্ষণের মধ্যেই তাঁর আরোগ্য কামনা করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, 'লোকসভার সাংসদ রাহুল গান্ধির সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করছি৷' এর কিছুক্ষণের মধ্যেই কংগ্রেস নেতার সুস্থতা কামনা করে ট্যুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ ট্যুইট বার্তায় তিনি লেখেন, 'রাহুল গান্ধির দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করি৷'
I pray for the good health and quick recovery of Lok Sabha MP Shri @RahulGandhi Ji.
— Narendra Modi (@narendramodi) April 20, 2021
Wishing Shri @RahulGandhi good health and a speedy recovery.
— Amit Shah (@AmitShah) April 20, 2021
প্রসঙ্গত এ দিনই আর এক কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মাও করোনা আক্রান্ত হয়েছেন৷ রাহুল গান্ধির মতো তাঁরও আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী৷ তবে রাহুল গান্ধিকে শুধু লোকসভার সাংসদ হিসেবে উল্লেখ করলও ট্যুইট বার্তায় আনন্দ শর্মাকে অবশ্য সিনিয়র কংগ্রেস নেতা হিসেবেই উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি!
India is gasping for #Oxygen. Thanks to GOI’s incompetency & complacency.
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
তবে করোনা আক্রান্ত হলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন রাহুল৷ রাতে ফের একবার ট্যুইট করে দেশে অক্সিজেনের অভাবের জন্য কেন্দ্রীয় সরকারের অদূরদর্শিতা এবং ব্যর্থতাকেই দায়ী করেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।