#নদিয়া: জেলাজুড়ে কোভিড আক্রান্তদের জন্য সেফহোম তৈরিতে উদ্যোগ নিল নদিয়া জেলা সিপিআইএম, তৈরি হয়েছে পিপলস ভলেন্টিয়ার টিম ৷ ভোট রাজনীতি নয়, বর্তমান বড় শত্রু করোনা মোকাবিলায় ময়দানে সিপিআইএম। নদিয়া জেলায় সেফ হোম তৈরির উদ্যোগ নিল নদিয়া জেলা কমিটি। নদিয়া জেলার সিপিআইএমের জেলা সম্পাদকের দাবি, ইতিমধ্যেই তৈরি হয়েছে পিপলস ভলেন্টিয়ার টিম।
কোভিড নিয়ে প্রথম থেকেই কাজ করছে ছাত্র ও যুব সংগঠন। পাশাপাশি তিনি বলেন, সরকারের পক্ষে সমস্ত বিষয় সমাধান সম্ভব নয়। তবে সরকারের দূরদর্শিতার অভাব আছে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত পার্টি সমর্থক, কর্মী ও সদস্যদের সামনের সারিতে রাখার তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে জেলা সিপিআইএম। যাদের কাছে কোভিড নিয়ে প্রথম সারিতে কাজ করার আবেদন থাকবে।জেলায় ৩০টি এরিয়া কমিটি রয়েছে। সমস্ত এরিয়াতে সেফহোম তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেফহোমকে ঘিরে বিজ্ঞানভিত্তিক পরিকাঠামো থাকবে বলে জানান জেলা সম্পাদক।সেফহোম গুলিতে অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থাকবে। ছাত্র সংগঠন তারাও প্রথম থেকেই কোভিড-সহ একাধিক সামাজিক কাজে প্রথম থেকেই যুক্ত হয়েছে। যুক্ত হয়েছে যুব সংগঠনও।আগামী কয়েকদিনের মধ্যেই সেফহোম জেলাতে চালু করা যাবে বলে আশাবাদী সিপিআইএমের জেলা সম্পাদক সুমিত দে।
রঞ্জিত সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।