#ইজরায়েল: ইজরায়েলে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের রহস্যমৃত্যু ঘটল৷ রবিবার সকালে নিজের ঘরের মধ্যেই মৃত অবস্থায় উদ্ধার হয় চিনা রাষ্ট্রদূত দু উই-এর দেহ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ ইজরায়েলের বিদেশমন্ত্রীও ঘটনার সত্যতা স্বীকার করেছেন৷
জেরুজালেম পোস্ট সংবাদপত্রের একটি রিপোর্ট অনুযায়ী, পুলিশ ওই চিনা কুটনীতিকের বাড়িতে গিয়ে তদন্ত করে দেখছে৷ যদিও চিনা দূতাবাসের তরফে এই ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ আর্মি রেডিও সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত কুটনীতিকের ঘরে হিংসা বা ধস্তাধস্তির কোনও চিহ্ন পাওয়া যায়নি৷ তদন্তকারীদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েও তাঁর মৃত্যু হতে পারে৷
ইজরায়েলের বিদেশমন্ত্রকের ডিজি জুবল রোটেম চিনের উপরাষ্ট্রদূত দেই ইউমিং-এর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং শোকজ্ঞাপন করেছেন৷ ইজরায়েলের তরফে সমস্ত সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে৷
৫৮ বছর বয়সি ওই চিনা কুটনীতিক ফেব্রুয়ারি মাসেই ইজরায়েলের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছিলেন৷ গত সপ্তাহে আমেরিকার বিদেশমন্ত্রী মাইক পম্পিও ইজরায়েল সফরে গিয়ে চিনকে করোনা ভাইরাস মহামারি ছড়ানোর জন্য দায়ী করে বিবৃতি দিয়েছিলেন৷ চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনেন তিনি৷ শুক্রবারই তার জবাব দিয়েছিল ইজরায়েলের চিনা দূতাবাস৷ আমেরিকার বিদেশমন্ত্রীর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিল তারা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: America, China, Coronavirus, আমেরিকা, করোনা ভাইরাস