#কলকাতা: নমাজ পড়তে এসে দীর্ঘ সময় জমায়েত নয় মসজিদে। এমনকি পবিত্র শুক্র বারের "জুম্মার নমাজ " ২০ থেকে ২৫ মিনিটে সেরে ফেলার আবেদন রাখলো জমিয়তে উলেমায়ে হিন্দ। রীতিমতো ছাপানো নির্দেশিকা জারি করে বিলি করছে এই মুসলিম সাংস্কৃতিক সংগঠনটি। করনা সংক্রমণ রুখতে রাস্তায় বাজারে কিংবা অন্যান্য জায়গায় গণ জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা দেশে সম্পূর্ণ লক ডাউনের ঘোষনার পর নমাজের জন্য জমায়েত রুখতে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে নাখোদা মসজিদ কর্তৃপক্ষ। বাড়িতে বসেই নমাজ পড়ার আবেদন জানিয়েছে প্রাচীন ওই মসজিদটি। এবার নমাজে কাটছাঁটের আবেদন জানালো জমিয়তে উলেমায় হিন্দ।
ওই সংগঠনের ছাপানো আবেদন পত্রে বলা হয়েছে
১.শুধুমাত্র ফরজ নামাজ আদায় করুন। সুন্নত ও ওন্যান্য নমাজের সঙ্গে সম্পৃক্ত সব কিছু বাড়িতেই পালন করুন।
২. পবিত্র জুম্মা নামাজ ২০ /২৫ মিনিটের মধ্যে পড়ুন। মসজিদে ভীড় করবেন না। অজু করা বা গোসল করার জন্য মসজিদে জমায়েত করবেন না।
৩.লক ডাউনে বহু মানুষ অসহায় হয়ে পড়েছেন। ওই সব মানুষ কে সাহাজ্য করুন ।
৪.বৃহস্পতিবার সব মসজিদ ভালো করে ধোয়ার উদ্যোগ নিন।।
রাজ্য জমিয়তে উলেমায়ে হিন্দ র তরফে জমায়েত বন্ধ করার জন্যও এদিন আবেদন করা হয়। কলকাতা ও জেলার বিভিন্ন বাঙালি মুসলীমদের মধ্যে এই সংগঠনের প্রভাব বেশী। এক্ষেত্রে দুই ২৪ পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ বীরভূম সহ একটি বড় অঞ্চলে এই আবেদন পত্র নিয়ে প্রচারে নেমেছে জমিয়তে উলেমায়ে হিন্দ ৷
Sourav Guha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19