#মুম্বই: বেড়েই চলেছে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭০৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৬। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৯.০৩ শতাংশ। সুস্থতার হার ৬৪.২৪ শতাংশ । এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জন । এ দেশের সুস্থতার হার প্রথম থেকেই বেশ ভাল । গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৬ হাজার জন সুস্থ হয়েছেন এ দেশে । যা যথেষ্ট আশাব্যঞ্জক ।
তবে গত ২৪ ঘণ্টায় মৃত ৬৫৪ জন । মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৩ হাজার ৮৮৩ জন। শুরু থেকেই মহারাষ্ট্রে বল্গাহীন ভাবে বেড়েছে সংক্রমণ। গোড়া থেকেই এই রাজ্য কার্যত সংক্রমণের শীর্ষে। সে রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন তিন লক্ষ ৮৩ হাজার ৭২৩ জন।
তবে তার মধ্যেও আশার আলো দেখাচ্ছে মুম্বই ৷ এক দিনে ৯ হাজার টেস্ট হয়েছিল মুম্বইতে । ৭০০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে । যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম । সুস্থতার হার ৭৩ শতাংশ । ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত এখানে সংক্রমণের হার ১.০৩ শতাংশ ।
সোমবার গোটা মহারাষ্ট্রে নতুন করোনা রোগীর সংখ্যা ৭,৯২৪ । মারা গিয়েছেন ২২৭ জন । শুধু মুম্বইতে মারা গিয়েছেন ৩৯ জন । এখনও পর্যন্ত মুম্বইতে করোনায় মৃত্যু হয়েছে ৬,১৩২ জনের । এই মুহূর্তে মুম্বইতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২১,৮১২ । থানেতে সক্রিয় রোগী রয়েছে ৩৪,৪৭১ এবং পুনেতে ৪৮,৬৭২ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Mumbai