#মুম্বই: বছরের শেষ দিন বলে কথা৷ পার্টি না করলে হয়! যাঁরা এমনটা ভাবছেন, তাঁদের জন্য বর্ষবরণের বিশেষ পরিকল্পনা বাতলে ট্যুইট করল মুম্বই পুলিশ৷ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেল সেই পোস্ট৷ মুম্বই পুলিশের সৃষ্টিশীলতা বরবারই নেটাগরিকদের মন জয় করেছে৷ ফের একবার ট্যুইটারে ঝড় তুলে দিল মুম্বই পুলিশের পোস্ট৷
ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন নতুন করে ভাবিয়েছে গোটা বিশ্বকে৷ কোভিড সংক্রমণ রুখতে দেশের বিভিন্ন প্রান্তে জারি হয়েছে মাঝারি থেকে কড়া সতর্কতা৷ কোথাও নাইট কারফিউ জারি হয়েছে তো কোথাও ১৪৪ ধারা৷ মুম্বইতে ৫ জানুয়ারি পর্যন্ত রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে মুম্বইতে। তা বর্ষবরণের রাতে মুম্বইবাসী তথা দেশবাসীর উদ্দেশে পুলিশের একটাই বার্তা৷ তাদের পরামর্শ BYOB (BE IN YOUR OWN BEDROOM)৷ যার মানে এই বছর ৩১ ডিসেম্বরের রাতটা মানুষ নিজেদের বেডরুমেই কাটাক৷ মুম্বই পুলিশ তাদের পোস্টের সঙ্গে একটি বিছানার ছবিও পোস্ট করেছে৷ সেখানে #SafetyFirstOn31st #StayHome #StaySafe #PartyResponsibly জুড়ে দিয়েছে৷
31st party plans? TTMM#SafetyFirstOn31st #StayHome #StaySafe #PartyResponsibly pic.twitter.com/2BourILMYS
— Mumbai Police (@MumbaiPolice) December 31, 2020
উদ্ধব ঠাকরের সরকারের তরফে ১০ বছর বয়সের নিচে ও ৬০ বছরের উপরেদের অধিক সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সমস্ত রকম ভিড় এড়িয়ে চলার পরামর্শ সরকারের৷ এদিন কোনও ধর্মীয় বা সাংস্কৃতিক মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। প্রায় ৩৫,০০০ মুম্বই পুলিশ ছড়িয়ে থাকবেন গোটা শহর জুড়ে। কড়া বিধিনিষেধ লাগু থাকবে হোটেল, রেস্তোরাঁ ও নাইট ক্লাবগুলিতে। তবে মুম্বইয়ের বাসিন্দারা শহরের মধ্যে তাঁদের পছন্দের জায়গা অর্থাৎ মেরিন ড্রাইভ, গিরগাম চোপট্টি, জুহু, মধ আইল্যান্ড-সহ একাধিক জায়গায় যেতে পারেন। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা-সহ সমস্ত প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কঠোর ভাবে। চারজনের বেশি একসঙ্গে থাকা যাবে না।