#মুম্বই: করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসতে সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন পুণরায় চালু হয়েছে ৷ দু’সপ্তাহ হল মুম্বইয়ের এই লোকাল ট্রেন পরিষেবা চালু ফিরেছে চেনা ছন্দে। কিন্তু তারপর থেকেই বাণিজ্য নগরে আচমকা বেড়ে গিয়েছে কোভিডের দৈনিক সংক্রমণ। এর পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকরের (Kishori Pednekar) অভিযোগ, সাধারণ মানুষ বিধিনিষেধ না মেনে ট্রেনে সফর করছেন আর সে কারণেই বাড়ছে সংক্রমণ।
একপ্রকার রেগে গিয়ে মানুষকে ‘শিক্ষা’ দিতে তাই এ বার অভিযোগ পন্থা নিলেন পেড়নেকর। সরাসরি সওয়ার হলেন লোকাল ট্রেনে। বুধবার বাইকুল্লা স্টেশন থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাস পর্যন্ত লোকাল ট্রেনে সফর করেন তিনি। উল্লেখ্য, বাইকুল্লাতে তাঁর নিজের বাড়ি। তিনি যাচ্ছিলেন বৃহন্মুম্বই পৌরনিগমে, নিজের অফিসে। সেখানে যাওয়ার পথেই স্টেশনের প্ল্যাটফর্মে সাধারণ মানুষ এবং বিভিন্ন দোকানদারকে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দেন পেড়নেকর। শারীরিক দূরত্ববিধি মানার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে হাত ধোয়ারও পরামর্শ দেন সকলকে ।
Mumbai Mayor Kishori Pednekar today travelled in local train from Byculla to CSMT & urged people to wear masks.
"After Railway services resumed, #COVID19 cases spiked in not just Mumbai but entire state. Lockdown won't be implemented, but situation worrisome", she says pic.twitter.com/a3LYuhMy55 — ANI (@ANI) February 17, 2021
সরকারের তরফে বারবার রাজ্যবাসীর কাছে আবেদন করা হয়েছে করোনা বিধিনিষেধ মেনে চলার জন্য ৷ দেখা গিয়েছে, গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকায় বেশিরভাগ মানুষ নিয়ম লঙ্ঘন করতে শুরু করে দিয়েছে ৷ মাস্ক পরছেন না অনেকেই ৷ আর এর জেরেই বাড়ছে বিপদ ৷ মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে জানিয়েছেন,‘মানুষ বিধি নিষেধ না মেনে চললে বাধ্য হয়ে লকডাউন জারি করা হতে পারে ৷’ উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রে আচমকাই বৃদ্ধি পেয়েছে দৈনিক কোভিড সংক্রমণ। বিষয়টি যাতে আগের মত ভয়াবহ হয়ে না দাঁড়ায় তার জন্যই রাজ্যবাসীকে সতর্ক করা হচ্ছে বারবার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Local Train, Mumbai