#মুম্বই: করোনার (COVID-19) দাপটে মহারাষ্ট্রে নাভিশ্বাস উঠেছে৷ আগামী ১০ দিনের মধ্যে যদি সেখানে মারণ ভাইরাস নিয়ন্ত্রণে না আসে তাহলে মুম্বই আংশিক লকডাউনের পথে হাঁটতে পারে৷ সেই রাজ্যের মন্ত্রী আসলাম শেখ এমনটাই ইঙ্গিত দিয়েছেন৷
দ্য টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন যে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ডাকা ক্যাবিনেট বৈঠকে আলোচনা হয়েছে যে, আগামী ৮-১০ দিনের মধ্যে যদি সংক্রমণ না কমে তাহলে আংশিক লকডাউন হতে পারে মুম্বইতে৷ গত সেপ্টেম্বরে করোনা ঠিক যেভাবে হামলা চালিয়েছিল আরব সাগরের তীরবর্তী রাজ্যে, ঠিক সেভাবেই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ঘাতক ভাইরাস!
তবে মন্ত্রী জানাচ্ছেন যে, সরকার মুম্বই শহরে সবার আগে করোনা বিধিকে কঠোর করবে৷ মাস্ক না পরা কিংবা অনুষ্ঠান বাড়ি ও পাবে জন সমাগমে রাশ না টানলে মোটা টাকার জরিমানাই দিতে হবে৷ এর পাশাপাশি প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনকেও বিকল্প হিসাবে ভাবা হচ্ছে৷ পরীক্ষা ও টীকাকরণের আরও ব্যাপক ভাবে বাড়াতে চলেছে মহারাষ্ট্র সরকার৷ এই মুহূর্তে কোভিড রোগীদের বাড়িতেই নিভৃতবাসে কাটাতে বলা হচ্ছে৷ কিন্তু রিপোর্ট পাওয়া যাচ্ছে যে, আক্রান্তের পরিবারের সদস্যরা বাড়তি সচেতনতা অবলম্বন করছে না৷ মুম্বই ও তার পার্শ্ববর্তী এলাকায় সামাজিক দূরীকরণ মেনে চলাও কঠিন হচ্ছে৷
যদিও সোমবার বৃহন্মুম্বই পুরসভা (BMC) সিএনবিসিজ-টিভি ১৮ কে জানিয়েছে যে, এই মুহূর্তে কোনও বাড়তি নিষেধাজ্ঞা জারি করার কোনও পরিকল্পনা নেই তাদের৷ এমনকী লকডাউন বা নাইট কারফিউয়ের কথাও ভাবছে না তারা৷ নাগরিকদের কাছে বিএসসি আবেদন করছে করোনা বিধি মেনে চলার জন্য৷ গত দু'দিনে মহারাষ্ট্রে নতুন করে ১০ হাজার করোনা পজিটিভ কেসের খবর মিলেছে৷ রবিবারে সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ হাজার ১৪১-এ৷ সব মিলিয়ে রীতিমতো চিন্তায় ঠাকরের সরকার৷