#নয়াদিল্লি: আগামী ৪ মে থেকে দেশে লকডাউন উঠে গেলেও যাত্রী বিমান পরিষেবা কবে থেকে চালু হবে, তা নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফে কিছুই জানানো হয়নি এখনও পর্যন্ত ৷ বেশ কিছু বিমানসংস্থা ৩১ মে পর্যন্ত বন্ধ রেখেছে সমস্ত টিকিট বুকিং ৷ এয়ার ইন্ডিয়া বুকিং শুরু করেও বিমানমন্ত্রীর পরামর্শমতো প্রায় সঙ্গে সঙ্গেই বিমানের টিকিট বুকিং বন্ধ করে দেয় ৷
করোনার জেরে এখন সবচেয়ে খারাপ অবস্থা বিমান শিল্পেরই ৷ এই সঙ্কটের থেকে কীভাবে মুক্তি, তা নিয়ে চিন্তায় প্রত্যেক বিমানসংস্থাই ৷ তবে মুম্বই বিমানবন্দরের মতো দেশের অনেক বিমানবন্দরেই বিমান পরিষেবা পুনরায় চালু করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ যাত্রী এবং কর্মীদের সুরক্ষার জন্য সমস্ত গাইডলাইন মেনে নতুন করে সব শুরু করার জন্য প্রস্তুত হচ্ছে বিমানবন্দরগুলি ৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সর্বাধিক মহারাষ্ট্রে ৷ কিন্তু মুম্বই বিমানবন্দরেই বিমান পরিষেবা পুনরায় চালুর জন্য এখন তোড়জোড় শুরু হয়েছে ৷
শনিবার মুম্বই বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান পরিষেবা পুনরায় চালুর জন্য সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই তারা করে ফেলেছে ৷ বিমানবন্দর আধিকারিকের মতে, যাত্রী বিমান পরিষেবা চালু হলে সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থার আয়োজন করে ফেলা হয়েছে ৷ সরকারের দেওয়া বিভিন্ন গাইডলাইনগুলি মেনে চলা হবে এখন থেকে ৷ যদিও বিমানমন্ত্রকের তরফে দেশে যাত্রী বিমান পরিষেবা চালু নিয়ে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত পাওয়া যায় নি ৷
মুম্বই বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরের ভিতর ১.৫ মিটার দূরত্ব বজায় রেখে মার্কিং করা হয়েছে ৷ যাত্রীদের সেই মার্কিং অনুযায়ী দাঁড়াতে হবে ৷ পাশাপাশি এয়ারপোর্টের কর্মীদের সঙ্গে যতটা সম্ভব কম কথা বলা যায় যাত্রীদের জন্য এখন ততোটাই ভাল ৷ এর জন্য অনলাইন চেক ইন করাটা অত্যন্ত প্রয়োজন বলে জানানো হয়েছে ৷ আগের থেকে চেক ইন করা থাকলে শুধু ব্যাগেজ ড্রপ করলেই চলবে ৷ বাকি কোনও সমস্যা হবে না যাত্রীদের ৷