Home /News /coronavirus-latest-news /
৯টা বাজতেই আলো নিভল অ্যান্টিলিয়ার, মুকেশ আম্বানির বাড়িতে জ্বলল ‘আশা’র প্রদীপ

৯টা বাজতেই আলো নিভল অ্যান্টিলিয়ার, মুকেশ আম্বানির বাড়িতে জ্বলল ‘আশা’র প্রদীপ

এদিন ঠিক রাত ৯টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে করোনা সঙ্কট দূর করার শুভকামনা করেন মুকেশ ও নীতা আম্বানি ৷

 • Share this:

  #মুম্বই:  প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রবিবার রাত ৯টায় ৯ মিনিট আলোর উৎসব পালন করল দেশ। পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও।প্রদীপের আলোকে প্রণাম জানিয়ে শুভকামনা করলেন প্রধানমন্ত্রী। চাইলেন কল্যাণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি। সঙ্গে লিখলেন–

  शुभं करोति कल्याणमारोग्यं धनसंपदा। शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते॥

  প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মুম্বইয়ে নিজের বাড়ি অ্যান্টিলিয়ার ছাদে প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে শুভকামনা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানিও ৷ এদিন ঠিক রাত ৯টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে করোনা সঙ্কট দূর করার শুভকামনা করেন তিনি ৷ গোটা অ্যান্টিলিয়াই প্রদীপের আলোয় জ্বলজ্বল করছিল এদিন ৷

  গত বৃহস্পতিবার সকাল ৯টায় এক ভিডিও-বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে অনুরোধ জানান, ৫ এপ্রিল, রবিবার, রাত ঠিক ন’টায় ৯ মিনিটের জন্য বাড়ির সমস্ত আলো বন্ধ করে প্রত্যেকে নিজের নিজের ঘরের দুয়ারে বা বারান্দায় একটি করে মোমবাতি বা প্রদীপ জ্বালান। করোনা সঙ্কটের অন্ধকার দূর করার জন্য এই সিদ্ধান্ত বলে দেশবাসীকে জানান নমো।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Coronavirus, Mukesh Ambani, Nita Ambani

  পরবর্তী খবর