corona virus btn
corona virus btn
Loading

দিল্লিতে পজিটিভ, জয়পুরে নেগেটিভ! করোনা পরীক্ষার দু' রকম ফলে বিভ্রান্ত সাংসদ

দিল্লিতে পজিটিভ, জয়পুরে নেগেটিভ! করোনা পরীক্ষার দু' রকম ফলে বিভ্রান্ত সাংসদ
সাংসদ হনুমান বেনিওয়াল৷

রাজস্থানের ওই সাংসদের নাম হনুমান বেনিওয়াল৷ তিনি আরএলপি দলের প্রধান৷

  • Share this:

#নয়াদিল্লি: লোকসভায় করা করোনা পরীক্ষার ফল এল পজিটিভ৷ কিন্তু জয়পুরে ফিরে পরীক্ষা করাতেই তার ফল এল নেগেটিভ! কোনও সাধারণ মানুষ নন, মাত্র দু' দিনের ব্যবধানে করোনা পরীক্ষার দু' রকম ফল নিয়ে বিভ্রান্ত লোকসভার একজন সাংসদ৷

রাজস্থানের ওই সাংসদের নাম হনুমান বেনিওয়াল৷ তিনি আরএলপি দলের প্রধান৷ সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে৷ তার আগে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের করোনা পরীক্ষা করা হয়৷ যে ২৫ জন সাংসদের করোনা ধরা পড়েছে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বেনিওয়াল৷

সংসদে করোনা পরীক্ষার দায়িত্বে ছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর৷ করোনা হয়েছে জানতে পেরে সংসদের অধিবেশনে যোগ দিতে পারেননি নাগৌর কেন্দ্রের সাংসদ বেনিওয়াল৷ তিনি জয়পুরে ফিরে যান৷ সেখানে ফিরেই জয়পুরের সোয়াই মান সিং মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে করোনা পরীক্ষা করান ওই সাংসদ৷ সেই রিপোর্ট আসে নেগেটিভ৷

এর পরই দু'টি রিপোর্ট ট্যুইট করেছেন বেনিওয়াল৷ বিভ্রান্ত সাংসদের প্রশ্ন, 'কোন রিপোর্টকে সঠিক বলে মেনে নেব?'

সংসদ এবং জয়পুরের হাসপাতালে RT-PCR পদ্ধতিতেই দু' বার করোনা পরীক্ষা করা হয় সাংসদের৷ অ্যান্টিজেন পরীক্ষার তুলনায় RT-PCR পদ্ধতিতে করোনা পরীক্ষার ফলাফল অনেক নির্ভরযোগ্য বলে মনে করা হয়৷ যদিও দু' দিনের ব্যবধানে পরীক্ষা দু'টি করানো হয়েছে৷

যে ২৫ জন সাংসদের করোনা ধরা পড়েছে তাঁদের মধ্যে ১৭ জনই লোকসভার৷ এর মধ্যে বিজেপি-র সর্বোচ্চ ১২জন সাংসদ রয়েছেন৷ এছাড়াও ওয়াইএসআর কংগ্রেসের ২ জন, শিবসেনা এবং ডিএমকে-র একজন করে সাংসদ রয়েছেন৷ তাছাড়া রয়েছেন আরএলপি-র হনুমান বেনিওয়াল৷

Published by: Debamoy Ghosh
First published: September 14, 2020, 9:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर