• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • ‘তোমার মতো কোটি কোটি মায়ের আর্শীবাদই করোনা ভাইরাসের সঙ্গে লড়ার অনুপ্রেরণা’, মাকে নিয়ে আবেগঘন পোস্ট নরেন্দ্র মোদির

‘তোমার মতো কোটি কোটি মায়ের আর্শীবাদই করোনা ভাইরাসের সঙ্গে লড়ার অনুপ্রেরণা’, মাকে নিয়ে আবেগঘন পোস্ট নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে করোনা যোদ্ধাদের সম্মান জানানোর দেশজোড়া উদ্যোগে সামিল হয়েছিলেন শতবর্ষ ছুঁই ছুঁই হীরাবেন মোদিও ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে করোনা যোদ্ধাদের সম্মান জানানোর দেশজোড়া উদ্যোগে সামিল হয়েছিলেন শতবর্ষ ছুঁই ছুঁই হীরাবেন মোদিও ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে করোনা যোদ্ধাদের সম্মান জানানোর দেশজোড়া উদ্যোগে সামিল হয়েছিলেন শতবর্ষ ছুঁই ছুঁই হীরাবেন মোদিও ৷

 • Share this:
  #নয়াদিল্লি: জনতা কার্ফুর দিনে মা হীরাবেন মোদিকে নিয়ে আবেগে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্যুইটার হ্যান্ডেলে হল তারই প্রতিফলন ৷ ছেলের ডাকে থালা বেলন হাতে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে করোনা যোদ্ধাদের সম্মান জানানোর দেশজোড়া উদ্যোগে সামিল হয়েছিলেন শতবর্ষ ছুঁই ছুঁই হীরাবেন মোদিও ৷ সেই ভিডিও ট্যুইট করেই এমন আবেগঘন বার্তা প্রধানমন্ত্রীর ৷ ঘড়ির কাঁটায় ৫ টা বাজতেই গোটা দেশ জুড়ে করতালির আওয়াজ৷ কোথাও কোথাও বেজে উঠল ঘণ্টা কাসরও ৷ হ্যাঁ, করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে যে মানুষগুলো সব ভুলে লাফিয়ে পড়েছেন মানুষেরা সেবার জন্য ৷ সেই সমস্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদেরকে এইভাবেই ধন্যবাদ জানাল গোটা দেশ ৷ গত সপ্তাহে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই অনুরোধই দেশবাসীর কাছে রেখেছিলেন নরেন্দ্র মোদি ৷ মোদির সেই কথাকে সঙ্গে নিয়েই গোটা দেশ সব বিভেদ ভুলে মেতে উঠল ধন্যবাদ নিবেদনে ৷ পিছিয়ে ছিলেন না নরেন্দ্র মোদির মাও ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট করা ভিডিওতে দেখা গিয়েছে প্রায় ১০০ বছরের হীরাবেন মোদিও করোনা সৈনিকদের অভিবাদন জানাতে খুন্তি দিয়ে পেটাতে থাকেন থালা ৷ এমন জাতীয় উদ্যোগে বৃদ্ধা মাকেও সামিল হতে দেখে উচ্ছ্বসিত আবেগে আপ্লুত হয়ে ওঠেন মোদিও ৷ সোশ্যাল হ্যান্ডেলে মায়ের থালা বাজানোর ভিডিওটি পোস্ট করে নরেন্দ্র মোদি লিখেছেন,‘ মা, আপনার মতো কোটি কোটি মায়ের আর্শীবাদ নিয়েই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লড়ছেন চিকিৎসক, নার্স, মেডিক্যাল স্টাফ, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সুরক্ষাকর্মী, সাফাইকর্মী এবং সংবাদ মাধ্যম কর্মীরা ৷ আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় ৷’
  Published by:Elina Datta
  First published: