হোম /খবর /করোনা ভাইরাস /
মালদহে করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্তা, পুলিশে বাড়ছে উদ্বেগ

মালদহে করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্তা, পুলিশে বাড়ছে উদ্বেগ

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

সবমিলিয়ে জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত অন্ততঃ পাঁচজন পুলিশ কর্মী। এর ফলে উদ্বেগ বাড়ছে পুলিশ ও প্রশাসনে।

  • Last Updated :
  • Share this:

#মালদহঃ-মালদহে নতুন করে করোনা আক্রান্ত হল আরও ১২ জন। করোনা আক্রান্ত হলেন মালদহের এক স্বাস্থ্য কর্তা। এছাড়া নতুন করে এক পুলিশ কর্মীর শরীরেও সংক্রমনের হদিশ মিলেছে। সবমিলিয়ে জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত অন্ততঃ পাঁচজন পুলিশ কর্মী। এর ফলে উদ্বেগ বাড়ছে পুলিশ ও প্রশাসনে। পর্যায়ক্রমে মালদহের সমস্ত থানাতেই কর্মরত পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের লালারসের নমুনা সংগ্রহ ও পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। শুক্রবার মালদহ থানায় পুলিশ কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১২ জন করোনা আক্রান্ত হওয়ায় জেলায় মোট করোনা আক্রান্তের ৩৫০ সংখ্যা  গণ্ডি ছাড়িয়েছে। এদিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ায় ৩৬১ । এর আগে মালদহে কর্তব্যরত নার্সিং স্টাফদের শরীরে করোনার হদিশ মিলেছিল। এদিন জেলার এক পদস্থ স্বাস্থ্য কর্তার শরীরে সংক্রমণের হদিশ মেলে। করোনা মোকাবিলায় জেলার ওই স্বাস্থ্য কর্তাও বিভিন্ন জায়গায় কাজে যুক্ত ছিলেন। মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরেই তাঁরও নির্দিষ্ট কক্ষ রয়েছে। ফলে চিন্তিত  জেলা স্বাস্থ্য প্রশাসনের অনেক কর্তায়। মালদহে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, শুক্রবার মালদহের এক মহিলা হোমগার্ডের  সংক্রমণের খবর মিলেছে। এর আগে তিনজন সিভিক ভলান্টিয়ার এবং একজন মহিলা কনষ্টেবলও করোনায় আক্রান্ত হন। এই অবস্থায়  জেলা পুলিশের সমস্ত কর্মীকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Sebak Deb Sharma

Published by:Elina Datta
First published:

Tags: Coronavirus