হোম /খবর /বিনোদন /
ছোট্ট টপ সঙ্গে হট প্যান্ট, ঝুমা বউদির তুমুল নাচে কাঁপল সোশ্যাল মিডিয়া

ছোট্ট টপ সঙ্গে হট প্যান্ট, ঝুমা বউদির তুমুল নাচে কাঁপল সোশ্যাল মিডিয়া

দুর্বার গতিতে বাড়িতেই ঝড় তুললেন ঝুমা বউদি

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সারা পৃথিবী কাঁপছে করোার দাপটে ঠিক সেই সময়েই ৷ দিনরাত সবারই এক হচ্ছে আগামী দিনে করোনার ছোবল ঠিক কোথায় গিয়ে থামছে ? এর উত্তর কারোরই জানা নেই ৷ আগামী ২১ দিন গোটা দেশে লকডাউন ৷ ঘর থেকে বাইরে না বেরনোর আবেদন জানিয়েছে প্রশাসন ৷ প্রধানমন্ত্রীর পরামর্শ দরজার বাইরে লক্ষ্মণরেখা টানার ৷

কোনও মূল্যেই বাড়ির বাইরে বেরনো যাবেনা ৷ সরকারি নির্দেশ না মনালে মানলে কঠিন শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে ৷ সারা পৃথিবী এখন ঘরের মধ্যেই আবদ্ধ ৷ এতেই করোনার মত মারণ রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ সেলিব্রিটি থেকে আম আদমি সবাই ঘরে আছেন ৷ এরই মাঝে ঘরেই মধ্যেই তুমুল নাচ ঝুমা বউদির ৷

হট প্যান্ট পরে জোরদার নাচ নেচেছেন তিনি ৷ ভিডিও দুরন্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Coronavirus, Moanlisa Instagram, Video viral