#মুম্বই: সারা পৃথিবী কাঁপছে করোার দাপটে ঠিক সেই সময়েই ৷ দিনরাত সবারই এক হচ্ছে আগামী দিনে করোনার ছোবল ঠিক কোথায় গিয়ে থামছে ? এর উত্তর কারোরই জানা নেই ৷ আগামী ২১ দিন গোটা দেশে লকডাউন ৷ ঘর থেকে বাইরে না বেরনোর আবেদন জানিয়েছে প্রশাসন ৷ প্রধানমন্ত্রীর পরামর্শ দরজার বাইরে লক্ষ্মণরেখা টানার ৷
কোনও মূল্যেই বাড়ির বাইরে বেরনো যাবেনা ৷ সরকারি নির্দেশ না মনালে মানলে কঠিন শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে ৷ সারা পৃথিবী এখন ঘরের মধ্যেই আবদ্ধ ৷ এতেই করোনার মত মারণ রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ সেলিব্রিটি থেকে আম আদমি সবাই ঘরে আছেন ৷ এরই মাঝে ঘরেই মধ্যেই তুমুল নাচ ঝুমা বউদির ৷
হট প্যান্ট পরে জোরদার নাচ নেচেছেন তিনি ৷ ভিডিও দুরন্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Moanlisa Instagram, Video viral