#কলকাতা: মোহনবাগান অ্যাকাডেমির ফুটবলার দীপ বাগের পা থেকে ফুটবল কেড়ে নিয়েছে করোনা ভাইরাস অতিমারি৷ কারণ করোনার জেরে দেশে লকডাউন পরিস্থিতি হওয়ায় ফুটবল খেলা ছেড়ে আনাজ বিক্রি করতে হচ্ছে তাঁকে ৷ পরিবারের অর্থনৈতিক দুরাবস্থার সঙ্গে লড়াই করতে এইভাবে আনাজ বিক্রির রাস্তায় হাঁটতে হয়েছে তাঁকে ৷
দুর্গাপুরের মোহনবাগান অ্যাকাডেমিতে ট্রেনিং করেন দীপ ৷ এই ট্রেনিংয়ে তিনি ১০০০ টাকা স্টাইপেন্ড পান ৷ এর সঙ্গে বাবা-র রোজগার দিয়েই তাঁদের পরিবার চলত ৷ বাবা লকডাউন চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় রাস্তায় নামতে হয় ডিফেন্ডার দীপ বাগকে ৷ সংসারের রক্ষণের স্বার্থে সবজি বিক্রিকেই বেছে নিতে হয় তরুণ এই প্রতিভাকে ৷
বাগ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন , ‘লকডাউনে বাবা অসুস্থ হয়ে যায়, এখন তাঁর পক্ষে রিকশা চালানো সম্ভব নয় ৷ তাই আমি এই কাজ করতে বাধ্য হচ্ছি৷ এর জন্য অন্তত আমার বাড়ির সদস্যদের মুখে দু বেলা খাবার তুলে দিতে পারছি আমি ৷ ’
বাগ জানিয়েছেন এখনও সন্ধ্যাবেলায় তিনি অনুশীলন করছেন ৷ তিনি আশাবাদী ফুটবল ফিরলে তিনিও মাঠে ফিরবেন ৷ তিনি বলেছেন, ‘একবার এটা শেষ হলে আবার পেশাদার ফুটবল খেলব ৷ আশা করি আইলিগে খেলব ৷ কারণ ফুটবলই আমার স্বপ্ন ৷ ’
মোহনবাগানের একটি ফ্যান ক্লাব দিল্লি ম্যারিনার্স এই ফুটবলারের জন্য অর্থসাহায্য সংগ্রহ করছে ৷ সোশ্যাল মিডিয়ায় তার জন্য সাহায্যের আবেদনও করেছে তারা ৷
দিল্লি মেরিনার্সের পক্ষ থেকে মুখপাত্র অরিজিৎ সামন্ত জানিয়েছে , ‘আমরা একটা গ্রুপ হিসেবে ফান্ড তুলছি , আমরা রঞ্জিৎ বাজাজের সঙ্গে কথা বলেছি ৷ এখন কোথাও ট্রায়াল হচ্ছে না ৷ তবে উনি কোনওরকমের স্টাইপেন্ডের ব্যবস্থা করবেন ৷আর লকডাউন শেষ হয়ে গেল ওর ট্রায়ালের ব্যবস্থা করবেন যাতে ও ফুটবলে ফিরতে পারে ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Lockdown, Mohun Bagan