#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে রবিবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ‘জনতা কার্ফু’ ৷ গোটা দেশই রবিবার সকাল থেকেই সামিল হয়েছেন এই জনতা কার্ফুতে ৷ বৃহস্পতিবার জনগণের প্রতি ভাষণ দিয়ে এই জনতা কার্ফুর কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশবাসীকে অনুরোধ করেছিলেন এই দুর্দিনে দেশকে বাঁচাতে একজোট হতে সবাই ৷ আর সেই কারণেই রবিবার জনতা কার্ফু এবং এদিনই বিকেল ৫ টায় কাসর, ঘণ্টা, থালা বাজিয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে বলেছিলেন প্রধানমন্ত্রী ৷
আর এবার জনতা কার্ফুতে অংশ নেওয়া দেশের প্রত্যেকটি মানুষকে উৎসাহ দিতে ট্যুইটে একটি গান শেয়ার করেন মোদি ৷
ট্যুইট করে মোদি লিখলেন, ‘জনতা কার্ফুতে সবাই নিজের নিজের মতো করে যোগদান করছে ৷ যেমন গায়িকা মালিনী আবাস্তি ৷ যিনি গাইলেন করোনা নিয়ে একটি গান৷’
শুনুন সেই গান---
जनता कर्फ्यू को लेकर हर कोई अपनी-अपनी तरह से योगदान देने में जुटा है। लोक गायिका @maliniawasthi जी अपने अंदाज में लोगों को प्रेरित कर रही हैं... #JantaCurfew https://t.co/APhgwP2UlP
— Narendra Modi (@narendramodi) March 22, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Narendra Modi