হোম /খবর /দেশ /
‘আয়া হ্যায় তু কিউ করোনা’, ‘জনতা কার্ফু’তে উৎসাহ দিতে গান ট্যুইট করলেন মোদি

‘আয়া হ্যায় তু কিউ করোনা’, ‘জনতা কার্ফু’তে উৎসাহ দিতে গান ট্যুইট করলেন মোদি

করোনা ভাইরাস রুখতে যাঁরা সামনে থেকে লড়াই করছেন সেই 'কোভিড যোদ্ধাদের' কথা মনে রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, 'বাড়িতে থেকেও যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারির সঙ্গে লড়াই করছেন তাঁদের কথা মনে রাখুন এবং তাঁদের জন্য প্রার্থনা করুন৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্যাথোলজিস্টের মতো যাঁরা দিন রাত পরিশ্রম করে জীবন বাঁচানোর চেষ্টা করছেন, হাসপাতাল এবং প্রশাসনে যাঁরা কাজ করছেন, অ্যাম্বুল্যান্স চালক, ওয়ার্ড বয় এবং অন্যান্য যাঁরা এই কঠিন সময়ে পরিষেবা দিচ্ছেন তাঁদের কথা মনে রাখুন৷' PHOTO- FILE

করোনা ভাইরাস রুখতে যাঁরা সামনে থেকে লড়াই করছেন সেই 'কোভিড যোদ্ধাদের' কথা মনে রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, 'বাড়িতে থেকেও যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারির সঙ্গে লড়াই করছেন তাঁদের কথা মনে রাখুন এবং তাঁদের জন্য প্রার্থনা করুন৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্যাথোলজিস্টের মতো যাঁরা দিন রাত পরিশ্রম করে জীবন বাঁচানোর চেষ্টা করছেন, হাসপাতাল এবং প্রশাসনে যাঁরা কাজ করছেন, অ্যাম্বুল্যান্স চালক, ওয়ার্ড বয় এবং অন্যান্য যাঁরা এই কঠিন সময়ে পরিষেবা দিচ্ছেন তাঁদের কথা মনে রাখুন৷' PHOTO- FILE

করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে রবিবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ‘জনতা কার্ফু’ ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে রবিবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ‘জনতা কার্ফু’ ৷ গোটা দেশই রবিবার সকাল থেকেই সামিল হয়েছেন এই জনতা কার্ফুতে ৷ বৃহস্পতিবার জনগণের প্রতি ভাষণ দিয়ে এই জনতা কার্ফুর কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশবাসীকে অনুরোধ করেছিলেন এই দুর্দিনে দেশকে বাঁচাতে একজোট হতে সবাই ৷ আর সেই কারণেই রবিবার জনতা কার্ফু এবং এদিনই বিকেল ৫ টায় কাসর, ঘণ্টা, থালা বাজিয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে বলেছিলেন প্রধানমন্ত্রী ৷

আর এবার জনতা কার্ফুতে অংশ নেওয়া দেশের প্রত্যেকটি মানুষকে উৎসাহ দিতে ট্যুইটে একটি গান শেয়ার করেন মোদি ৷

ট্যুইট করে মোদি লিখলেন, ‘জনতা কার্ফুতে সবাই নিজের নিজের মতো করে যোগদান করছে ৷ যেমন গায়িকা মালিনী আবাস্তি ৷ যিনি গাইলেন করোনা নিয়ে একটি গান৷’

শুনুন সেই গান---

Published by:Akash Misra
First published:

Tags: Coronavirus, Narendra Modi