#নয়া দিল্লি: #নয়া দিল্লি: দেশে ক্রমাগত ভয়ানক রূপ ধারণ করছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ২৯৮ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এসবের মাঝেই কালই জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ কাল ইচ্ছায় গৃহবন্দী থাকবে, যাতে এই রোগ আর ছড়িয়ে না পরে। আর সেই সংক্রমণ রুখতেই ট্যুইটারে বিশেষ বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী। একাধিক পোস্টে এক বড় সমস্যার কথা লিখেছেন।
করোনা আতঙ্কে আমার অনেক ভাই বোন নিজের কর্মস্থল শহর ছেড়ে গ্রামের দিকে ফিরে যাচ্ছেন। কিন্তু ভিড়ে যাতায়াত করলে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেশি থাকে। আপনারা যেখানে যাচ্ছেন, সেখানের মানুষের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। এর ফলে গ্রামে আপনার পরিবারের সমস্যা বাড়বে https://t.co/hhwAhmpd9N
— News18Bangla (@News18Bengali) March 21, 2020
প্রধানমন্ত্রীর এই আশঙ্কা অমূলক নয়। শেষ ২৪ ঘণ্টায় ভারতে ৯৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আগের থেকে অনেক দ্রুত ছড়াচ্ছে এই রোগ। তার মাঝে এই যাতায়াত চলতে থাকলে সমস্যা বাড়বে বৈ কমবে না। তাই সকলকে সাবধান করতেই প্রধানমন্ত্রীর এই বার্তা।আমার সবার কাছে এটাই প্রার্থনা যে আপনি যে শহরে রয়েছে, দয়া করে কিছুদিন সেই শহরেই থাকুন ৷ রেল স্টেশন, বাস ডিপোগুলিতে ভিড় করে আমরা নিজেদের স্বাস্থ্য নিয়েই খেলা করছি ৷ দয়া করে এখন নিজের এবং নিজের পরিবারের জন্য চিন্তা করুন ৷ অত্যন্ত প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না ৷ https://t.co/0Etm1b91o8
— News18Bangla (@News18Bengali) March 21, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Narendra Modi