#বীরভূম: ফের বীরভূমে নতুন করে চার জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, তার মধ্যে দুজন রামপুরহাটের বাকি দু’জন রাজনগর এলাকার বাসিন্দা। |
অন্যদিকে মহারাষ্ট্র থেকে ফেরার পরেই বীরভূমের লোকপুর থানা এলাকার দুই দম্পতির রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল । তাদের মধ্যে ২জন পুরুষকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।মায়েদের রাখা হয়েছে তাদের ১ বছরের শিশুর সঙ্গে, হোম কোয়ারেন্টাইনে| দুই শিশুর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য৷ রিপোর্ট আসার পরে ওই মহিলাদের ও শিশুদের চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেবে বীরভূম জেলা স্বাস্থ্য দফতর।
ইতিমধ্যেই বীরভূম জেলায় প্রায় আড়াইশো জনেরও বেশী আক্রান্ত হয়েছেন করোনায় | সুস্থ্যও হয়েছেন প্রায় ২০০ জন | আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশই পরিযায়ী শ্রমিক | ইতিমধ্যেই জেলার ৪০ টি গ্রামকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে | এছাড়াও করা হয়েছে ২ টি কোভিড হাসপাতাল | এছাড়াও সতর্কতা অবলম্বনে নেওয়া হয়েছে আরও কিছু পদক্ষেপ যেমন কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের হাতে দেওয়া হচ্ছে ভোটার কালির ছাপ যাতে ব্যক্তিকে সনাক্ত করা যায় খুব তাড়াতাড়ি |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, South bengal news