হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন, লকডাউনে নিখোঁজ থাকার পর পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন, লকডাউনে নিখোঁজ থাকার পর পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রায় ৯ মাস আগে ভিনরাজ্যে কাজে যান ভগবানগোলার সুবর্ণ মৃগী এলাকার বাসিন্দা বাহাদুর সেখ।

  • Last Updated :
  • Share this:

#ভগবানগোলা: ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাহাদুর সেখ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯ মাস আগে ভিনরাজ্যে কাজে যান ভগবানগোলার সুবর্ণ মৃগী এলাকার বাসিন্দা বাহাদুর সেখ। লকডাউনের প্রথম দিকে স্ত্রী সাহিদা বিবির সঙ্গে বহুবার ফোনে কথা হয়েছিল  বাহাদুর সেখের। এরপর থেকে তার আর কোনও খোঁজ ছিল না।

শনিবার থানা থেকে তার পরিবারকে জানানো হয় হরিয়ানার গুরুগ্রাম এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বাহাদুর সেখ। খবর আসতেই শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবার প্রতিবেশীদের মধ্যে। তার স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি মৃতের স্ত্রীর।

এ দিক, মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনবে তার সামর্থ নেই দরিদ্র এই পরিবারের। এখন মৃতদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের দিকেই তাকিয়ে বাহাদুরের পরিবার ও প্রতিবেশীরা।

Pranab Kumar Banerjee

Published by:Shubhagata Dey
First published:

Tags: Migrant Labour death, Murshidabad