#হাওড়া: মানসিক অবসাদে কেরলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা এক যুবক৷ মৃতের নাম আশিক ইকবাল মণ্ডল (২২)। মৃত যুবকের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার জিৎপুরের শিরোপাড়ায়। তিনি কেরলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন৷ পরিবারের দাবি, কাজ হারিয়ে এবং বাড়ি ফিরতে না পারার হতাশা থেকেই ওই শ্রমিক আত্মঘাতী হয়েছেন৷
মৃত যুবকের পরিবারের দাবি, পাঁচ মাস আগে রাজমিস্ত্রির কাজ করার জন্য আশিক কেরলে গিয়েছিলেন৷ কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকেই কাজ বন্ধ হয়ে গিয়েছিল৷ ফলে অর্থের অভাবে ভুগছিলেন আশিক৷ অভিযোগ শেষের দিকে তাঁর কাছে খাওয়ারও টাকা ছিল না৷
গত শনিবার কেরল থেকে শ্রমিকদের নিয়ে একটি ট্রেন মুর্শিদাবাদে এসেছিল৷ কিন্তু সেই ট্রেনও ধরতে পারেননি আশিক৷ এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে না পারায় আশিকের হতাশা আরও বেড়ে গিয়েছিল৷ শেষ পর্যন্ত শনিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি৷ এই দুঃসংবাদ এসে পৌঁছনোর পর থেকেই মৃত শ্রমিকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷
ঘটনাচক্রে এ দিনই রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগী হচ্ছে না বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন৷ যদিও রাজ্য সরকারের দাবি, ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে আরও অন্তত দশটি ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kerala, Migrant labour, Suicide