• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • মৃত্যুপুরী মুম্বই! তিন চাকার যানে সংসার গুছিয়ে পালাচ্ছেন অটোচালকরা

মৃত্যুপুরী মুম্বই! তিন চাকার যানে সংসার গুছিয়ে পালাচ্ছেন অটোচালকরা

মুম্বই ছাড়ছেন অটোচালকরা৷ প্রতীকী চিত্র৷

মুম্বই ছাড়ছেন অটোচালকরা৷ প্রতীকী চিত্র৷

উত্তর প্রদেশের বাসিন্দা এক অটোচালক জানিয়েছেন, মুম্বইতে খাবার জোটানোর জন্য কার্যত ভিক্ষাবৃত্তি করতে হচ্ছিল তাঁদের৷

 • Share this:

  #মুম্বই: হাইওয়ে ধরে ছুটে চলেছে সারি সারি হলদে- কালো অটো৷ সবকটির গায়েই মহারাষ্ট্রের নম্বরপ্লেট৷ কমবেশি ১৪০০ কিলোমিটার পথ পেরিয়ে কোনওটির গন্তব্য বিহার, কোনওটির উত্তর প্রদেশ৷ তিন চাকার যানের মধ্যেই রয়েছে কারও পরিবার, সংসারের সবটুকু সম্বল৷

  মহারাষ্ট্রে ভয়াবহ আকার নিয়েছে করোনা সংক্রমণ৷ সবথেকে খারাপ অবস্থা মুম্বইয়ের৷ জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে দেশের বাণিজ্য নগরীতে৷ একসময়ে অন্ন সংস্থানের জন্য উত্তর প্রদেশ, বিহার থেকে যে অটোচালকরা সেখানে এসেছিলেন, তাঁরাই অস্থায়ী বাসস্থানের সবটুকু সম্বল অটোর মধ্যে গুছিয়ে নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমাতে শুরু করেছেন৷ মুম্বইয়ে যেটুকু সহায়, সম্বল ছিল, অটোর মধ্যে তাই গুছিয়ে নিয়ে বিহার, উত্তর প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা৷ সংখ্যাটা আট হাজারেরও বেশি৷

  উত্তর প্রদেশের বাসিন্দা এক অটোচালক জানিয়েছেন, মুম্বইতে খাবার জোটানোর জন্য কার্যত ভিক্ষাবৃত্তি করতে হচ্ছিল তাঁদের৷ কোনও খাবার ছিল না৷ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের জন্যই টাকা দিতে হচ্ছিল৷ ফলে, গ্রামের বাড়িতে ফিরে যাওয়াই শ্রেয় বলে মনে করছেন তাঁরা৷

  পরিযায়ী অটোচালকদের মুম্বই ছাড়ার প্রবণতা বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ মুম্বইতে প্রায় আড়াই লক্ষ অটো চলে৷ যার অর্ধেকই হয় বিহার এবং উত্তর প্রদেশ থেকে আসা অটোচালকরা চালান, নয়তো তাঁরাই অটোর মালিক৷ লকডাউন শুরু হওয়ার পর থেকেই থমকে গিয়েছে অটোর চাকা৷ জমানো যেটুকু টাকা পয়সা ছিল, এই দেড় মাসে তাও নিঃশেষিত৷ এই পরিস্থিতিতে মুম্বইয়ের স্বপ্নে দাড়ি টেনে তাই বাড়ি ফেরার পথ ধরেছেন তাঁরা৷

  Published by:Debamoy Ghosh
  First published: