হোম /খবর /দেশ /
কোভিড ১৯ -র সংক্রমণ রুখতে নয়া গাইডলাইন জারি, নয়া স্ট্রেইন নিয়ে জোর ভাবনা

কোভিড ১৯ -র সংক্রমণ রুখতে নয়া গাইডলাইন জারি স্বরাষ্ট্রমন্ত্রকের, ব্রিটেনের নয়া স্ট্রেইন নিয়ে জোর চিন্তা

Photo-File

Photo-File

ব্রিটেনের নয়া স্ট্রেন নিয়ে জোর ভাবনায় স্বরাষ্ট্রমন্ত্রক৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি : স্বরাষ্ট্রমন্ত্রক কোভিড পরিস্থিতির ওপর নজরদারির জন্য জারি করা নির্দেশিকাগুলি (MHA Guidelines for COVID-19 surveillance)  ৩১ জানুয়ারি ২০২১ অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে৷ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ি কনটেনমেন্ট জোনে (Containment zone) সীমা নির্ধারিত করা জারি থাকবে৷ এই কনটেনমেন্ট জোনে নির্ধারিত নির্দেশিকা মেনে কঠিন অনুশাসনগুলি জারি থাকবে৷ কড়াভাবেই এগুলি পালন করতে হবে৷

করোনা ভাইরাস (Covid-19) সংক্রমণ ঠেকাতে যে বিধিনিষেধগুলি রয়েছে বা যে আচরণ পালনীয় তা কঠিনভাবে পালন করতে হবে৷ মন্ত্রকের পক্ষ থেকে জানা গেছে করোনা ভাইরাসের নতুন করে সংক্রমণ  ও সক্রিয় কেসের সংখ্যাও ক্রমশ কমছে৷ কিন্তু পুরো পৃথিবীর নিরিখে দেখা হলে করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে৷  ব্রিটেনে পাওয়া গেছে করোনার নতুন স্ট্রেন৷ যার জেরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াভাবে প্রয়োগ করা হচ্ছে৷ রোগ আটকানো ও সতর্কতা জারি রাখা এর গুরুত্বপূর্ণ পর্ব৷ স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে কোথাও যাতায়াত করার সময় যে যে নিয়ম গুলি মানা দরকার সেগুলি একেবার কড়াভাবে মানতে হবে৷

ভারতে একদিনে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণের ২০২,০২১ নতুন কেস এসেছে৷  এর জেরে সোমবারদেশে মোট করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,০২,০৭,৮৭১৷ এরমধ্যে ৯৭.৮২ লক্ষ মানুষ সংক্রমণ মুক্ত হয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রকের জারি করা হিসেব অনুযায়ি আজ সকাল আটটা অবধি ২৭৯ জনের মৃত্যু হয়েছে৷ যারফলে মোট মৃতের সংখ্যা ১,৪৭,৯০১৷

পরিসংখ্যান অনুযায়ি  ৯৭,৮২,৬৬৯ জন সংক্রমণ মুক্ত হয়েছেন৷ দেশে সুস্থতার হার বেড়ে এখন ৯৫.৮৩ শতাংশ হয়েছে৷ এদিকে কোভিডে মৃত্যুর সংখ্যা ১.৪৫ শতাংশ৷ দেশে লাগাতার সপ্তম দিন চিকিৎসাধীন লোকের সংখ্যা তিন লক্ষের থেকে কম৷ এখন সারা দেশে ২,৭৭,৩০১ জনের চিকিৎসা চলছে৷ যা মোট মামলার মাত্র ২.৭২ শতাংশ৷

সংক্রমণের মোট মামলা ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ, ২৮ সেপ্টেম্বর ৬০ লক্ষ, ১১ অক্টোবর ৭০ লক্ষ, ২৯ অক্টোবর ৮০ লক্ষ, ২০ নভেম্বর ৯০ লক্ষ, ও ১৯ ডিসেম্বর এক কোটি পার করে যায়৷

Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus