corona virus btn
corona virus btn
Loading

করোনার ভয়! পুদুচেরিতে স্ট্রেচার থেকেই কবরে ছুড়ে ফেলা হল দেহ, দেখুন ভাইরাল ভিডিও

করোনার ভয়! পুদুচেরিতে স্ট্রেচার থেকেই কবরে ছুড়ে ফেলা হল দেহ, দেখুন ভাইরাল ভিডিও
এভাবেই দেহ ছুড়ে ফেলা হয় বলে অভিযোগ৷

যে ব্যক্তির দেহ কবর দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে, তিনি চেন্নাইয়ের বাসিন্দা৷ সংক্রমণের ভয়ে সৎকারের সময় পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না৷

  • Share this:
#পুদুচেরি: করোনায় সংক্রামিতদের সঙ্গে যাতে খারাপ ব্যবহার না করা হয়, তার জন্য বার বারই আবেদন করছে সরকার৷ কিন্তু সাধারণ মানুষ তো বটেই, করোনা যুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন, সেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মধ্যেও এই মারণ ভাইরাস নিয়ে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছে৷ পুদুচেরির একটি ঘটনায় তা ফের প্রমাণিত হল৷

অভিযোগ, করোনায় মৃত এক ব্যক্তির দেহ সৎকারের সময় ন্যূনতম সম্মানটুকু দেখাননি দায়িত্বপ্রাপ্ত কর্মীরা৷ আর পুরোটাই সংক্রমণের আশঙ্কায়৷ পিপিই পরা থাকলেও মৃতদেহ না ছোঁয়ার জন্য স্ট্রেচার থেকেই তা কবরে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে৷ ঘটনার ভিডিও সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে৷ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রবল সমালোচনা শুরু হতেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন৷

৪২ সেকেন্ডের এই ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি অ্যাম্বুল্যান্স করে মৃতদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে৷ চার জন মেডিক্যাল স্টাফ স্ট্রেচারে করে মৃতদেহ নিয়ে কবরের সামনে পৌঁছন৷ এর পরই দেখা যায়, যথাযথভাবে মৃতদেহ কবরে না রেখে স্ট্রেচার থেকেই তা ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে৷ এমন কি, দেহ সমাহিত করার জন্য সরকারি গাইডলাইনও মানা হয়নি বলে অভিযোগ৷ সাধারণ কাপড়ে মুড়েই দেহ ফেলে দেওয়া হয়৷ কিন্তু নিয়ম অনুযায়ী, করোনায় মৃত্যু হলে দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে সৎকার করার কথা৷

জানা গিয়েছে, যে ব্যক্তির দেহ কবর দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে, তিনি চেন্নাইয়ের বাসিন্দা৷ সংক্রমণের ভয়ে সৎকারের সময় পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না৷

এই ঘটনায় পুদুচেরির স্বাস্থ্য দফতর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে৷ দফতর সূত্রে খবর, অভিযুক্ত কর্মীরা দাবি করেছেন, এক কর্মী হাত থেকে স্ট্রেচার ফস্কে গিয়ে দেহ সোজা কবরের মধ্যে গিয়ে পড়ে৷

 
Published by: Debamoy Ghosh
First published: June 7, 2020, 3:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर