অভিযোগ, করোনায় মৃত এক ব্যক্তির দেহ সৎকারের সময় ন্যূনতম সম্মানটুকু দেখাননি দায়িত্বপ্রাপ্ত কর্মীরা৷ আর পুরোটাই সংক্রমণের আশঙ্কায়৷ পিপিই পরা থাকলেও মৃতদেহ না ছোঁয়ার জন্য স্ট্রেচার থেকেই তা কবরে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে৷ ঘটনার ভিডিও সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে৷ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রবল সমালোচনা শুরু হতেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন৷
৪২ সেকেন্ডের এই ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি অ্যাম্বুল্যান্স করে মৃতদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে৷ চার জন মেডিক্যাল স্টাফ স্ট্রেচারে করে মৃতদেহ নিয়ে কবরের সামনে পৌঁছন৷ এর পরই দেখা যায়, যথাযথভাবে মৃতদেহ কবরে না রেখে স্ট্রেচার থেকেই তা ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে৷ এমন কি, দেহ সমাহিত করার জন্য সরকারি গাইডলাইনও মানা হয়নি বলে অভিযোগ৷ সাধারণ কাপড়ে মুড়েই দেহ ফেলে দেওয়া হয়৷ কিন্তু নিয়ম অনুযায়ী, করোনায় মৃত্যু হলে দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে সৎকার করার কথা৷
Body of a person who died due to COVID19 simply dumped into a burial pit at Puducherry. Issue raises condemnation.
What does @thekiranbedi have to say!? pic.twitter.com/Uq2W6hh0kx — Pramod Madhav♠️ (@PramodMadhav6) June 6, 2020
জানা গিয়েছে, যে ব্যক্তির দেহ কবর দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে, তিনি চেন্নাইয়ের বাসিন্দা৷ সংক্রমণের ভয়ে সৎকারের সময় পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না৷
এই ঘটনায় পুদুচেরির স্বাস্থ্য দফতর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে৷ দফতর সূত্রে খবর, অভিযুক্ত কর্মীরা দাবি করেছেন, এক কর্মী হাত থেকে স্ট্রেচার ফস্কে গিয়ে দেহ সোজা কবরের মধ্যে গিয়ে পড়ে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Puducherry, Viral Video, করোনা ভাইরাস, পুদুচেরি, ভাইরাল ভিডিও