#কলকাতা: অবশেষে ৮ মাসেরও বেশি সময় এর পর রাজ্যে শুরু হতে চলেছে কলেজের পড়াশুনো। নেশন্যাল মেডিক্যাল কমিশন ( পূর্বতন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া ) এর নির্দেশে আগামী পয়লা ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ গুলি খুলে যাচ্ছে। আট মাসেরও বেশি সময় ধরে মেডিকেলের পড়াশুনা বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যায় পড়ে অসংখ্য হবু চিকিৎসক। অবশেষে ডিসেম্বর মাস থেকে আবার ক্লাস শুরু হওয়ার খবরে অনেকটাই উদ্বেগ কাটলো ছাত্রছাত্রীদের।
শুক্রবার রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এর উদ্দেশ্যে অর্ডার জারি করে রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব জানান, আগামী পয়লা ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ খুলছে৷ নির্দিষ্ট কোভিড নিয়ম-নীতি মেনে, সব ক্লাস রুম স্যানিটাইজ বা জীবাণু মুক্ত করে ক্লাস শুরু হবে।
এস এস কে এম হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা এদিনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তবে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষরাই সমস্ত সাবধানতা অবলম্বন করেই ছাত্র-ছাত্রীরা যাতে ক্লাসে আসেন তার পক্ষে সওয়াল করেছেন। মাস্ক না পড়ে কোন মতেই ক্লাস করা যাবে না বলে জানানো হয়েছে।