#নয়া দিল্লি: করোনা কাঁটায় কাঁপছে গোটা বিশ্ব। বিভিন্ন সেলেব্রিটিরা করোনায় আক্রান্ত হয়েছেন। কেউ কেউ মারাও গিয়েছেন। যার জন্য সারা পৃথিবীতেই আতঙ্ক আর বেড়েছে। এবার এক গায়িকার পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। শুধু তিনি নন, তাঁর তিন বছরের সন্তানও নাকি করোনায় আক্রান্ত। ইনস্টাগ্রামে পোস্ট করে এমনই জানিয়েছেন সেই গায়িকা।
বিখ্যাত গায়িকা পিঙ্ক, যাঁর আসল নাম আসল নাম আলিসিয়া বেথ মুর। একটি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে লিখেছেন করোনা আক্রান্ত হওয়ার কথা। দু’সপ্তাহ আগে তাঁরা করোনা টেস্ট করিয়েছিলেন। সেখানেই তাঁর আক্রান্ত হওয়ার খবর এসেছে। তারপর ১৪ দিন আইসোলেশনে থাকার পর রোগমুক্তি ঘটেছে তাঁদের। তিনি পোস্ট বলেছেন, সত্যি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ছেলখেলা নয়। সারা পৃথিবী এতে ভুগছে। তাই বিশ্ববাসীকে তিনি আহ্ববান জানিয়েছেন এগিয়ে এসে করোনা মোকাবিলায় মুক্ত হস্তে দান করার। তিনি নিজেও আমেরিকার একাধিক ত্রাণ তহবিলে নিজের অর্থ সাহায্য পৌঁছে দিয়েছেন। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য তিনি এখনও পর্যন্ত ৫ লক্ষ মার্কিন ডলার সাহায্য করেছেন।