হোম /খবর /বিদেশ /
চলছে করোনার চিকিৎসা, হাসপাতালেই বাগদত্তার সঙ্গে বিয়ে সারলেন করোনা রোগী

চলছে করোনার চিকিৎসা, হাসপাতালেই বাগদত্তার সঙ্গে বিয়ে সারলেন করোনা রোগী

Photo Courtesy: Facebook

Photo Courtesy: Facebook

এমনভাবে বিয়ের আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানান গ্রেস৷ কথা বলতে গিয়ে তাঁর চোখে জল চলে আসে৷

  • Last Updated :
  • Share this:

#টেক্সাস: করোনা কেড়ে নিয়েছে মানুষের সুখ শান্তি৷ সর্বক্ষণ উদ্বেগের মধ্যে কাটছে মানুষের সময়৷ গৃহবন্দি থাকারই চেষ্টা করছেন সকলে৷ অন্তত প্রয়োজনে বাড়ির বাইরে গেলেও অযথা আড্ডা বা ঘুরতে বাড়াতে যেতে চাইছেন না কেউ৷ পাছে করোনা সংক্রমণ হয়৷ তবে এরমধ্যেই দারুণ ঘটনা ঘটল টেক্সাসের হাসপাতালে৷ করোনা আক্রান্ত রোগীর সঙ্গে হাসপাতালেই বিয়ে করলেন তাঁর বান্ধবী! যার ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল৷

আমেরিকার টক্সাসের স্যান আন্তানিও শহর৷ করোনায় আক্রান্ত হয়ে স্থানীয় মেথডিস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন কার্লোস মুনিজ৷ তাঁর সঙ্গেই হাসপাতালে গিয়ে বিয়ে সারলেন গ্রেস! আগে থেকেই তাঁদের বিয়ের কথা হয়েছিল৷ তবে এভাবে বিয়ে হবে, ভাবতে পারেননি কেউ৷

করোনায় আক্রান্ত হন কার্লোস৷ হাসপাতালে তার অবস্থার অবনতি হতে থাকে৷ এমনকি একসময় এতটাই শারীরিক সমস্যা হয় যে তাকে আইসিইউতে ভর্তি করা হয়৷ তবে শেষ পর্যন্ত তিনি করোনা মুক্ত হন৷ কিন্তু শরীরে কোনও জোর ছিল না বলে তাকে হাসপাতালেই থাকতে হয়৷ সেই সময়ই তাদের বিয়ের কথা ছিল৷ তাই তাঁর বান্ধবী আর দেরি করতে চাননি৷ সকলের সাহায্যে তিনি হাসপাতালেই বিয়ে করেন কার্লোসকে৷ পাত্র অবশ্য হাসপাতালের বেডেই শুয়ে ছিলেন বিয়ের প্রক্রিয়া হওয়ার সময়৷

এদের বিয়ের ব্যবস্থা করে হাসপাতালই৷ ডাকা হয় রেজিস্টার ও পুরোহিতকে৷ খ্রীষ্টীয় মতে বিয়ে হয় তাদের৷ একে ওপরকে গ্রহণ করার কথা সকলের সামনে বলেন কার্লোস ও গ্রেস৷ এমনভাবে বিয়ের আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানান গ্রেস৷ কথা বলতে গিয়ে তাঁর চোখে জল চলে আসে৷ স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর দেখানো হয়৷ সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সর্বত্র৷ করোনা আবহে এমন ঘটনা সত্যি খুবই অনুপ্ররণা দায়ক৷ সংক্রমণের ভয় যখন সকলে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তখন এই ভিডিওটি যেন বার্তা দিচ্ছে যে, দূরে সরে নয়, সঠিক নিয়ম মেনে করোনার বিরুদ্ধে করতে হবে লড়াই৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, Marriage