হোম /খবর /কলকাতা /
বাড়ছে মৃত্যু! করোনা আক্রান্ত হয়ে মৃত কলকাতার বাঘাযতীনের বাসিন্দা

বাড়ছে মৃত্যু! করোনা আক্রান্ত হয়ে মৃত কলকাতার বাঘাযতীনের বাসিন্দা

এমআর বাঙুর হাসপাতাল

এমআর বাঙুর হাসপাতাল

ওই ব্যক্তি ক্যালকাটা টেলিফোন-এর কর্মী ছিলেন৷ সদ্য অবসর নিয়েছিলেন৷ চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে প্রথমে চিকিত্‍সাধীন ছিলেন৷ ওখানেই করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে৷ তারপর তাকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হল কলকাতায়৷ করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাঘাযতীনের ডি ব্লকের এক বাসিন্দা৷ এম আর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন৷

জানা গিয়েছে, ওই ব্যক্তি ক্যালকাটা টেলিফোন-এর কর্মী ছিলেন৷ সদ্য অবসর নিয়েছিলেন৷ চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে প্রথমে চিকিত্‍সাধীন ছিলেন৷ ওখানেই করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে৷ তারপর তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়৷

এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২ হাজার পেরিয়ে গিয়েছে৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২০৬৩। রাজ্যে মোট কোভিডে মৃত্যু ১১৮। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে।

সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন শিথিল করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি কেন্দ্রকে সরাসরি বলেন, ট্রেন, প্লেনের মতো পরিষেবা যখন চালুই হয়ে যাচ্ছে একের পর এক, তা হলে লকডাউন চালানোর মানে  কী? লকডাউনের সিদ্ধান্ত রাজ্যগুলির উপরে ছাড়ার জন্যও কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus, COVID19