#কলকাতা: করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাজ্যের স্কুল- কলেজগুলি খুলতে পারে৷ তবে সেক্ষেত্রেও ক্লাস হবে একদিন অন্তর৷ এ দিন নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিনই আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে দু' দিন করে পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে গোটা অগাস্ট মাসে রাজ্যে স্কুল, কলেজ খোলার সম্ভাবনা নেই৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির যদি উন্নতি হয় তাহলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে একদিন অন্তর রাজ্যের স্কুল- কলেজগুলিতে ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, 'এখন করোনা পিকে রয়েছে৷ ফলে ৩১ অগাস্ট পর্যন্ত লকডাউন চলবে৷ পরিস্থিতির উন্নতি হলে কবে থেকে স্কুল, কলেজ খুলবে তা ৩১ অগাস্টের মধ্যে জানিয়ে দেওয়া হবে৷ আগামী ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন৷ পরিস্থিতির যদি উন্নতি হয় তাহলে শিক্ষক দিবস থেকেই একদিন অন্তর পুজোর আগে একমাস স্কুল-কলেজ গুলিতে ক্লাস শুরু করার অনুমতি দেওয়া হতে পারে৷'
করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অগাস্ট মাসের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সেপ্টেম্বরে লকডাউন করা হবে কিনা৷ এই পর্যায়ে শনি এবং রবিবারগুলিকে লকডাউনের আওতায় ফেলা হয়েছে৷
ইতিমধ্যেই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ কিন্তু করোনা পরিস্থিতির জন্য স্কুল কলেজ বন্ধ থাকায় ভর্তি প্রক্রিয়া এখনও শুরু করা সম্ভব হয়নি৷ রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত শিক্ষক দিবস থেকে রাজ্যে স্কুল কলেজে পঠনপাঠন শুরু করা যায় কিনা, সেটাই এখন দেখার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Mamata Banerjee