#কলকাতা: রাজ্যের যে কল কারখানাগুলি খুলেছে, সেখানে ঠিক মতো শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে কিনা তা জানতে আচমকা হানা দেবে শ্রম দফতর৷ এ দিন নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু বেতনই নয়, কারখানাগুলিতে সরকারি নির্দেশ অনুযায়ী পারস্পরিক দূরত্ব মেনে শ্রমিকদের কাজ করানো হচ্ছে কিনা, তাও দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
এ দিন নবান্নে প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যসচিব রাজীব সিনহা অভিযোগ করেন, কলকাতা লাগোয়া জেলাগুলিতে অনেক কারখানাতেই কর্মীদের পারস্পরিক দূরত্ব না মেনেই কাজ করানো হচ্ছে৷ যার ফলে ওই কারখানাগুলিই করোনা সংক্রমণ ছড়ানোর কেন্দ্র হয়ে উঠছে৷ ফলে এই ধরনের কারখানাগুলিতে আচমকা হানা দেওয়ার পরামর্শ দেন তিনি৷
এর পরই শ্রম দফতরের অফিসারদের রাজ্যের কল কারখানাগুলিতে আচমকা হানা দেওয়ার জন্য শ্রমমন্ত্রী মলয় ঘটককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ যে সংস্থা বা কারখানাগুলি খোলা রয়েছে, সেখানে বেতন বা পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, সেই খোঁজখবর নেওয়ারও নির্দেশ দেন তিনি৷ চা বাগান এবং চটকলগুলির উপরে বিশেষ নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী৷ শ্রম দফতরের অধীনে কতজন অফিসার আছেন, শ্রমমন্ত্রীর থেকে তাও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷
শ্রমমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'শ্রম দফতর শ্রমিকদের বাঁচার জায়গা৷ শ্রমিকদের যত সাহায্য করতে পারব, পরিবারগুলি বাঁচবে৷ এটা আমাদের বড় দায়বদ্ধতার জায়গা৷' শ্রমমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আরও বলেন, যথাযথ কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও সরকারি কোনও অনুমতির জন্য কোনও কারখানা যাতে বন্ধ না হয়ে থাকে, তা যেন নিশ্চিত করা হয়৷