#মালদহ: লকডাউনের মধ্যে রবিবার ছুটির মেজাজে বাজার সারলেন মালদহের বাসিন্দাদের একাংশ। সকাল থেকেই শহরের বিভিন্ন বাজারে ছিল ভিড়। নতুন করে লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষনা হতেই প্রচুর মানুষ এদিন বাজারমুখো হন। অনেকেই জরুরী বিভিন্ন সামগ্রী মজুদ করেন। রবিবাসরীয় বাজারের ছবি দেখে বোঝা যায়নি লকডাউন চলছে। অনেক বাজার এলাকায় পুলিশকে ভিড় সামাল দিতে কার্যতঃ ঘাম ঝড়াতে হয়।
এদিন সকাল থেকে মালদা শহরের রথবাড়ি বাজার,মকদমপুর বাজার,চিত্তরঞ্জন বাজার,সদরঘাট বাজার গুলিতে অন্যান্য দিনের তুলনায় ভিড় ছিল অনেকটাই বেশী। রবিবার হওয়ায় দৈনন্দিন সবজি বাজারের পাশাপাশি অনেকে মাছ,মাংসের দোকানেও কেনাকাটা করতে লাইন দেন। একই ভাবে শহরের বড় মুদিখানার দোকান গুলিতে জরুরী মালপত্র মজুদের তৎপরতা দেখা যায়।
বাড়তি ভিড়ের কারনে অনেক জায়গাতেই সামাজিক দুরত্ব রক্ষা করা হয়নি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষনার পরেও এদিন সকাল ১১ টা তেই শহরের চিত্তরঞ্জন বাজার বন্ধ হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীদের একাংশ বাইরের ক্রেতাদের বাজারে না ঢুকতে আর্জি জানান। ব্যবসায়ীরা বলেন, করোনা থেকে বাঁচতে আপাতত প্রতিদিন সকাল ১১ টা পর্যন্তই মুদিখানা সহ অন্যান্য দোকান খোলা রাখা হবে। নিজেদের সাবধানতার জন্যই এই ব্যবস্থার কথা ভেবেছেন তাঁরা।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।