#মালদহ: লকডাউন পরিস্থিতিতে দু বেলা অন্যের সংস্থান করা যাদের পক্ষে দুরূহ কাজ তাদের পাশে দাঁড়াল মালদহের ইংরেজবাজার পুরসভা। পুর এলাকায় বসবাসকারী গরিব ও খেটে খাওয়া মানুষের জন্য বরাদ্দ করা হল চাল,আলু ও পেয়াজ। শুক্রবার সকাল থেকে এজন্য জোর তৎপরতা শুরু হয়। ইংরেজবাজার পুরসভার সামনে আনা হয় বেশ কয়েক ট্রাক চাল,আলু ও পেঁয়াজ। সেখান থেকেই শহরের ২৯ টি ওয়ার্ডের কাউন্সিলারদের বরাদ্দ ত্রাণ দেয় পুরসভা কর্তৃপক্ষ। প্রত্যেক কাউন্সিলার পিছু প্রাথমিকভাবে দশ কুইন্টাল চাল এবং পরিমান মতো আলু ও পেঁয়াজ দেওয়া হয়।
এরপর কাউন্সিলারদের মাধ্যমে পুর এলাকার গরিবরা ওইসব খাবার পাবেন। এদিন সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা হাজির হন ইংরেজবাজার পুরসভায়। এরপর গরিবদের জন্য বরাদ্দ খাবার নিয়ে বিলির উদ্দেশ্যে নিয়ে যান তাঁরা। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ জানিয়েছেন, অনেকেই দিন আনে দিন খায়। কিন্তু গত কয়েক দিনে তাঁদের রুজি রুটি বন্ধ। অনেকেই পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন। এমন সমস্যার কথা জানার পরে পিছিয়ে থাকতে পারে না পুরসভা। তাই সামাজিক দায়িত্ব হিসেবে গরিবদের খাবারের নিশ্চিয়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গরিব ও দুস্থ মানুষদের না খেতে পাওয়ার সমস্যা কিছুটা হলেও কমবে। কাউন্সিলারদেরকেই স্থানীয় ভাবে কারা অত্যন্ত গরিব খতিয়ে দেখে চাল আলু ও পেঁয়াজ বিলি করতে বলা হয়েছে। শুক্রবার প্রথম দিনেই কয়েক শো কুইন্টাল চাল পৌছানো হয়েছে।
সেবক দেবশর্মা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Maldah