#মালদহঃ আক্রান্তের সংখ্যা বাড়তেই মালদহে এক লাফে বাড়ল কন্টেইনমেন্ট জোন । বৃহস্পতিবার পর্যন্ত জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ । এখনও পর্যন্ত জেলার ছ'টি ব্লক এবং সাতটি থানা এলাকায় করোনা সংক্রমণ ধরা পড়েছে। জেলায় শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৯ ।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মানিকচকের নারীদিয়ারা, রতুয়ার রাঘবতী এবং ডাকবাংলা মোমিনপুর কন্টেইনমেন্ট জোন । জেলায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা সবথেকে বেশি হরিশ্চন্দ্রপুরে । এখানকার মহেন্দ্রপুর, ইসলামপুর, মানকিবাড়ি, রানিপুরা, খোকড়া, লক্ষ্মীপুর এই ছ'টি এলাকা কন্টেইনমেন্ট জোন । এছাড়া কালিয়াচক থানার খাসচাঁদপুর, মালদা থানার জলঙ্গা কংসতলা এবং বলাতুলি কন্টেইনমেন্ট জোন । মানিকচক ব্লকের ভুতনি থানার মানিকনগর এলাকা কেউ কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন । একইসঙ্গে হবিবপুর থানার নানবাহারা এলাকাতেও ন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে । এইসব এলাকা গুলির বেশিরভাগই বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যাতে সাধারণ লোকজন এই এলাকায় যাতায়াত না করেন ।
এদিকে, জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা বিভিন্ন কন্টেইনমেন্ট ঘুরে দেখেছেন । ওইসব এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়েছে । কন্টেইনমেন্ট জোনগুলিতে যাতে বাসিন্দাদের মধ্যে খাবার বা অত্যাবশ্যকীয় সামগ্রীর কোন অসুবিধা না হয় সেদিকে পুলিশ ও প্রশাসন নজর রাখছে বলেও আশ্বস্ত করা হয়েছে এলাকার মানুষজনকে । জেলা পুলিশ জানিয়েছে, মূলত সংক্রমিত এলাকাগুলিতে থেকে যাতে অন্যত্র করোনা ছড়াতে না পারে এজন্যই কন্টেইনমেন্ট জোনগুলিতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে ।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Containment Zone, Maldah