Home /News /coronavirus-latest-news /
করোনা থাবায় সঙ্কটে মালদহের ৬০০ কোটি টাকার আম ব্যবসা !

করোনা থাবায় সঙ্কটে মালদহের ৬০০ কোটি টাকার আম ব্যবসা !

Representational Image

Representational Image

কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কায় আম চাষি ও ব্যবসায়ীরা।

 • Share this:

  #মালদহ: করোনার থাবায় অনিশ্চিত মালদহের প্রায় ৬০০ কোটি টাকার আম ব্যবসা। একে আবহাওয়া বিরূপ । তার ওপর বিপদ বাড়িয়েছে করানোর থাবা। দুইয়ে মিলে বিপুল ক্ষতির মুখে পড়েছেন মালদহের আম চাষীরা।

  লক্ষাধিক মানুষের রুজি-রোজগার ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মালদহে। কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কায় আম চাষি ও ব্যবসায়ীরা। একে মার খেয়েছে আমের ফলন। তার ওপর আশঙ্কা করোনা জনিত আর্থিক মন্দায় এবার ভিন রাজ্য আর বাংলাদেশ আম যাওয়া অনিশ্চিত।

  মালদহে ৩১ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। জেলায় বার্ষিক গড় আমের ফলন তিন লক্ষ মেট্রিক টন। জেলায় প্রতিবছর আমের লেনদেন হয় প্রায় ৬০০ কোটি টাকা। প্রত্যক্ষভাবে আম চাষের সঙ্গে যুক্ত ৯০ হাজার চাষী । এছাড়া আমকে নির্ভর করে নানাভাবে রুজিরুটি হয় প্রায় সাড়ে চার লক্ষ মানুষের।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Coronavirus, Mango, Mango Farming

  পরবর্তী খবর