#মু্ম্বই: করোনা ভাইরাসের থাবায় জনজীবন বিপন্ন হয়েছে সব জায়গায় মানুষের মধ্যে এক হাহাকার দেখা দিয়েছে বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ৷ রাজনীতি থেকে বিনোদন, অর্থনীতি থেকে সমাজনীতি বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত মানুষেরা এগিয়ে এসেছেন ৷
করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নানা রকমের বার্তাও দিয়েছেন ৷ শাহরুখ খান থেকে জুহি চাওলা, আমির থেকে মালাইকা আরোরা ৷ ঘরের মধ্যেই সবাই নিজেদের আবদ্ধ রেখেছেন ৷ অযথা করোনার বাহক না হওয়ার কারণেই নিজেদের মত সবাই ঘরে আবদ্ধ থাকছেন ৷ বাড়িতে থাকা ও সবার থেকে বিচ্ছিন্ন থাকার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর খাবার রান্না করছেন অভিনেত্রী মালাইকা আরোরা ৷
এখন শুধুই বাড়িতে আছেন তিনি তাই অবসর সময়ে স্বাস্থ্যসম্মত রান্না করে নিজে খাচ্ছেন ও খাওয়াচ্ছেন বাড়ির লোকেদের ৷ তিনি রান্নাটি মা ও এক বন্ধুর থেকে শিখেছেন কৃতজ্ঞতা স্বীকারও করেছেন ৷ মালাইকা রান্নার ভিডিও শেয়ার করে বলেছেন রান্নায় ভালবাসা ছড়ায় ৷ তাই তিনি রান্না করছেন ৷ রান্না করতে তাঁর ভালই লাগে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooking, Coronavirus, Malaika Arora