#নয়াদিল্লি : করোনার বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন পরীক্ষামূলক ট্রিটমেন্ট চলছে ৷ তারমধ্যে প্লাজমা থেরাপিকে সম্ভাব্য আশীর্বাদ হিসেবে ভাবা হচ্ছিল ৷ কিন্তু মুম্বইয়ে প্রথম প্লাজমা থেরাপির ট্রিটমেন্ট পাওয়া করোনা ভাইরাস রোগীর মৃত্যু হল মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ৷ বুধবার রাতে ৫৩ বছরের রোগী যাঁর শারীরিক অবস্থা খুব খারাপ ছিল তাঁরই মৃত্যুর খবর এসেছে ৷ তিনি ছিলেন ভেন্টিলেশনে ৷
করোনা ভাইরাস পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ আসেনি পাশাপাশি তাঁর শারীরিক অবস্থাও প্লাজমা থেরাপির পর কোনও উন্নতি হয়নি ৷ সর্বভারতীয় সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে চারদিন ধরে অবস্থার কোনও উন্নতি লক্ষিত হয়নি করোনা আক্রান্ত রোগীর দেহে ৷
শনিবার চিকিৎসকরা তাঁকে করোনা মুক্ত রোগীর শরীরের প্লাজমা নিয়ে তাঁর এক ইউনিট (২০০ মিলি) এই রোগীর শরীরে দিয়েছিলেন ৷ যাতে তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং মারণ রোগের বিরুদ্ধে তিনি লড়াই করতে পারেন ৷ প্রাথমিকভাবে তাঁর শরীর উন্নতির লক্ষণ দেখাচ্ছিল ৷ কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷
আরও পড়ুন - ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাসের ওপর কাজ করে এই ওষুধ, দাবি রিসার্চারদের
বুধবার রাত ১১.৩০ এ তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় ৷ অসম্ভব কষ্ট হচ্ছিল তারপর সেপটিসেমিয়া হয়ে যায় ৷ প্রথমে যেহেতু রোগী পরিস্থিতির উন্নতি দেখিয়েছিলেন তখন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ রাজ্য করোনা ভাইরাস থেক মুক্তির পথ হিসেবে বিষয়টিকে দেখেছিলেন ৷
‘প্রথম প্লাজমা থেরিপির পেশেন্ট উন্নতির লক্ষণ দেখাচ্ছেন যা মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে হয়েছে ৷ আমরা দ্বিতীয় পরীক্ষা করেছিলাম বিওয়াইএল নাইয়ার হাসপাতালের রোগীর ওপর ৷ আমরা আশা করছি এটাও সফল হবে ৷ ’ বুধবার সংবাদমাধ্যমকে এ খবর বলার পরেই রাতে এই মর্মান্তিক খবর সামনে আসে ৷
এই ধাক্কার পরেও অবশ্য স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর ডক্টর অনুপ কুমার যাদব প্লাজমা থেরাপি নিয়ে এগিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন ৷ তবে সঠিক রোগী চয়ন করে তবেই এই ট্রিটমেন্ট করতে হবে ৷
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এই সপ্তাহেই শুরু হবে ৪৫০ রোগীর ওপর ৷ এমনটাই জানিয়েছেন সরকারি সূত্র ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Death, Plasma Treatment