হোম /খবর /দেশ /
Maharashtra Corona: সব রেকর্ড ভেঙে মহারাষ্ট্রে ১ দিনে করোনায় আক্রান্ত ৬৩ হাজার!

Maharashtra Corona: সব রেকর্ড ভেঙে মহারাষ্ট্রে ১ দিনে করোনায় আক্রান্ত ৬৩ হাজার! মৃত ৩৪৯

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

র্বকালের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এই সংক্রমণের হার । সঙ্গে রয়েছে ৩৪৯ জনের মৃত্যুও । বর্তমানে মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫.৬৫ লাখ ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করোনার (Corona) দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তায় গোটা দেশ। প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে মহারাষ্ট্রে (Maharashtra) পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে যেতে বসেছে। রবিবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় আরব সাগরের তীরবর্তী রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ২৯৪ জন । সর্বকালের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এই সংক্রমণের হার । সঙ্গে রয়েছে ৩৪৯ জনের মৃত্যুও । বর্তমানে মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫.৬৫ লাখ ।

এই মুহূর্তে দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের । সপ্তাহান্তে লকডাউন ঘোষণা হয়েছিল আঘেই । এখন সম্পূর্ণ লকডাউন ফের শুরু করা হবে কিনা তা নিয়েই চিন্তা ভাবনা চালাচ্ছে রাজ্য প্রশাসন । করোনা হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, বেশ কিছু বেসরকারি ভ্যাকসিন সেন্টার বন্ধ হয়ে গিয়েছে টিকার অপর্যাপ্ত যোগানের কারণে। বেডের অভাবে কখনও চেয়ারে বসে, কখনও হাসপাতালের বাইরেই অক্সিজেন দেওয়া হচ্ছে রোগীদের । সব মিলিয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রে ।

রবিবার পুণেতে ১২,৫৯০ এবং মুম্বইয়ে ৯,৯৮৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন । মৃত্যু যথাক্রমে ১৬ এবং ৫৮ জন । নাগপুরে সংক্রমিত ৬,৭৯১ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের । থানেতে মৃত্যু হয়েছে ২ জনের, আক্রান্ত ২,৮৭০ জন । নাসিকে ৩,৩৩২ জন সংক্রমিত, মৃত ২০ জন ।

গোটা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন । শুধু গত সপ্তাহেই ১০ লাখের উপর করোনা আক্রান্ত হয়েছে গোটা দেশে । এক দিনে মৃত ৮৩৯ জন । এখন করোনা সংক্রমণে গোটা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত । আমেরিকা আর ব্রাজিলের পরেই রয়েছে আমাদের দেশ । দেশে করোনা সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে মোট ৯টি রাজ্য । প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র । এ ছাড়াও ছত্তীসগড়, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে করোনা সংক্রমণ ভয়াবহ আকারে বেড়েই চলেছে ।

Published by:Simli Raha
First published:

Tags: Coronavirus, Maharashtra