#মুম্বই: মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী জিতেন্দ্র আওহাদ আক্রান্ত করোনায়৷ লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ থাণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি৷ এর আগে যদিও সপ্তাহখানেক হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি৷ বাড়ির অন্য ১৫ সদস্যও ছিলেন একই অবস্থায়৷ কিছুদিন আগে মন্ত্রীর এক নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত হন৷ তারপর থেকেই আইসোলেশনে থাকতে শুরু করেন জিতেন্দ্র আওয়াদ৷ যদিও সেই সময় তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েনি৷
অনুমা করা হচ্ছে মুম্বরা থানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ-এর পরই করোনায় আক্রান্ত হয়েছেন আবাসন মন্ত্রী৷ লকডাউনের সময় এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই দেখা করেন তারা৷ ওই পুলিশ আধিকারিকও করোনায় আক্রান্ত৷
মুম্বইয়ে গা ঢাকা দিয়ে থাকা কয়েকজন তাবলিগি জামাতের সদস্যকে খুঁজতে তদন্ত করেন এই আধিকারিক৷ যদিও জামাত সদস্যদের সংস্পর্ষ আসার পরপর করোনা পরীক্ষায় কোন কিছুই ধরা পড়েনি আধিকারিকের৷ তাই তিনি কীভাবে আক্রান্ত, তা নিয়ে কিছুটা ধোঁয়াসা রয়েছে৷
মহারাষ্ট্রে থাণে এলাকায় ব্যাপকভাবে ছড়িয়েছে করোনা৷ এই পুলিশ অফিসার ও মন্ত্রীর কাছাকাছি আসা প্রায় ১০০জনের করোনা পরীক্ষা হয়েছে৷ যাদের মধ্যে ২জন সাংবাদিক, ৩ পুলিশকর্মী এবং মন্ত্রীর সংস্পর্শে আসা ১৪জনের শরীরের মিলেছে করোনার জীবাণু৷ এরপরই এদের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়৷ জিতেন্দ্র আওহাদের ৫জন নিরাপত্তারক্ষী, পরিচারক, রাঁধুনি এবং দলের সদস্যেরও করোনা ধরা পড়েছে৷
এনসিপি-র অন্য সদস্য এবং প্রাক্তন সাংসদ আনন্দ পরাঞ্জাপের সঙ্গে কিছুদিন আগে সাক্ষাৎ হয়৷ তাই আশঙ্কা করা হচ্ছে যে তিনিও করোনা পজিটিভ হতে পারেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: NCP MLA