#মুম্বই: দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এই মুহূর্তে গোটা ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪১ ৷ অন্যদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছুঁয়েছে ৷
তবে এ দেশে করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র ৷ মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে ৷ যার সংখ্যা ৭৪৷
মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা ২পিম্পরি ও চিচৌড়ে আক্রান্তের সংখ্যা ১২পুণেতে আক্রান্তের সংখ্যা ১৫
মুম্বইতে ২৫নাগপুরে ৪ইয়াভতমলে ৪কল্যাণে ৪নভি মুম্বইতে ৩আহমেদনগরে ২পনভেলে ১থানে ১উল্লাসনগরে ১ঔরঙ্গাবাদে ১রত্নাগিরি ১ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬ ৷ করোনায় আক্রান্ত হয়ে রবিবার প্রাণ গেল মহারাষ্ট্রের ৫৬ বছরের এক ব্যক্তির ৷ মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ব্যক্তি করোনার কোপে মারা গেলেন ৷ এই রাজ্যেই ১০ জন আরও করোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে ৬ জন মুম্বইয়ের ও ৪ জন পুণের ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ ৷
ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ২৪ জন ৷ ভাইরাস মোকাবিলায় কার্যত লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৮ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷
এদিকে করোনা মোকাবিলায় নতুন পরীক্ষা বিধি জারি করল ICMR। নয়া বিধিতে বলা হয়েছে, সর্দি-কাশি-জ্বর-শ্বাসকষ্ট হলেই পরীক্ষা করতে হবে। উপসর্গ থাক না থাক, করোনা আক্রান্তের সংস্পর্শে এলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
দেশে করোনা সংক্রমণ দিনদিনই বাড়ছে। তাই সতর্কতা চরমে। শনিবার নয়া নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus