হোম /খবর /বিদেশ /
করোনা বিধ্বস্ত ইতালিতে গরিবের ত্রাতা মাফিয়ারা, মানবিকতার আড়ালে কোন অভিসন্ধি

করোনা বিধ্বস্ত ইতালিতে গরিবকে খাওয়াচ্ছে মাফিয়ারা, মানবিকতার আড়ালে কোন অভিসন্ধি

করোনা বিধ্বস্ত ইতালিতে নয়া কৌশল মাফিয়াদের৷ PHOTO- REUTERS

করোনা বিধ্বস্ত ইতালিতে নয়া কৌশল মাফিয়াদের৷ PHOTO- REUTERS

খাবারের পাশাপাশি মানুষের কাছে দৈনন্দিন প্রয়োজনের জরুরি সামগ্রীও পৌঁছে দিচ্ছে মাফিয়া দলগুলি৷

  • Last Updated :
  • Share this:

#ইতালি: করোনায় বিধ্বস্ত গোটা ইতালি৷ দেশের প্রায় দেড় লক্ষ মানুষ করোনা আক্রান্ত৷ মৃতের সংখ্যা ১৯ হাজার ছুঁই, ছুঁই৷ করোনার দাপটে কার্যত স্তব্ধ সেদেশের অর্থনীতি৷ কাজ হারিয়েছেন বহু মানুষ, সমাজের সবথেকে দরিদ্ররা অভুক্ত থাকছেন৷

এই পরিস্থিতিতে চমকে দেওয়ার মতো দাবি করেছেন ইতালির মাফিয়া বিশেষজ্ঞ এবং লেখক রবার্তো স্যাভিয়ানো৷ তাঁর দাবি, কঠিন সময়ে ইতালির গরিব মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে সেদেশের বিভিন্ন মাফিয়া গোষ্ঠীগুলি৷ খাবারের পাশাপাশি মানুষের কাছে দৈনন্দিন প্রয়োজনের জরুরি সামগ্রীও পৌঁছে দিচ্ছে মাফিয়া দলগুলি৷

প্রাথমিকভাবে মাফিয়া গোষ্ঠীগুলির এই কাজের পিছনে মানবিক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে মনে হওয়াটাই স্বাভাবিক৷ কিন্তু মাফিয়া বিরোধী লেখক হিসেবে পরিচিত স্যাভিয়ানোর দাবি, এর পিছনে অন্য কৌশল রয়েছে মাফিয়া গোষ্ঠীগুলির৷ বিপদের সময়ে গরিব মানুষের সহায় হয়ে আসলে পরিস্থিতির সুযোগ নিয়ে গোটা ইতালিতে নিজেদের আধিপত্য আরও বাড়িয়ে নিতে চাইছে তারা৷ এমন কী, মাফিয়া গোষ্ঠীগুলির নির্দেশে দক্ষিণ ইতালির রাজধানী নেপলসে সুদের কারবারিরা বিনা সুদে মানুষকে ঋণ দিচ্ছে বলেও দাবি করেছেন ওই মাফিয়া বিশেষজ্ঞ৷

শুধু তাই নয়, আরও একটি বিষয় নিয়ে সতর্ক করেছেন ইতালির এই মাফিয়া বিশেষজ্ঞ৷ তাঁর দাবি, অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কায় ইতালির বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানই বেসামাল৷ ইউরোপের অন্যান্য দেশ গুলি থেকে সাহায্য না করলে খুব শিগগিরই টাকা ঢেলে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও মাফিয়া সংগঠনগুলি নিজেদের কব্জায় নিয়ে নেবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন রবার্তো৷

ড্রাগ এবং অন্যান্য বেআইনি কারবারের টাকা কীভাবে বৈধ ব্যবসাতেও খাটায় ইতালির মাফিয়া সংগঠনগুলি, সে বিষয়ে যথেষ্ট অবগত এবং অভিজ্ঞ রবার্তো স্যাভিয়ানো৷ ইতালির মাফিয়া সাম্রাজ্য এবং তাদের কর্মকাণ্ড নিয়ে 'গুমোরাহ' নামে একটি বিখ্যাত বইয়ের লেখক এই স্যাভিয়ানো৷ পরে যার উপর ভিত্তি করে সিনেমা এবং টিভি সিরিজও তৈরি হয়েছে৷

স্যাভিয়ানো যখন এই দাবি করছেন, তখন উল্টো মতও উঠে আসছে৷ জার্মানির একটি বিখ্যাত সংবাদপত্রে বৃহস্পতিবারই আশঙ্কাপ্রকাশ করা হয়েছে, ইতালির দাবি মেনে জার্মানি সহ অন্যান্য দেশগুলি যদি অনিয়ন্ত্রিত ভাবে ইতালিকে টাকা ধার দেয়, তাহলে তার একটা বড় অংশ ইতালির মাফিয়াদের হাতে চলে যেতে পারে৷ ইতালির বিদেশমন্ত্রী লুইগি দি মাইয়ো অবশ্য জার্মান সংবাদপত্রের ওই প্রতিবেদনের কড়া সমালোচনা করেছেন৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, Italy